পাকিস্তানের প্রধান বিচারপতিকে প্রতিরক্ষা মন্ত্রীর ‘হুঁশিয়ারি’

পাকিস্তানের প্রধান বিচারপতিকে প্রতিরক্ষা মন্ত্রীর ‘হুঁশিয়ারি’

অনলাইন ডেস্ক

পাকিস্তানে অডিও ফাঁসের ঘটনা তদন্তে ৫ বিচারকের বৃহত্তর বেঞ্চে শুনানি হবে। তাতে প্রধান বিচারপতি থাকবেন। এ কারণে প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বন্দিয়ালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন খাজা আসিফ। মঙ্গলবার জাতীয় পরিষদে বক্তৃতাকালে তিনি এ ক্ষোভের কথা জানান।

প্রতিরক্ষামন্ত্রী শীর্ষ বিচারক উদ্দেশ্য করে বলেন, সংসদের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হলে প্রতিশোধ নেবে । যদি আমাদের রিট আক্রমণের শিকার হয়, তাহলে হাউস পাল্টা আক্রমণ করবে।

তিনি বলেন, সরকার একটি কমিশন গঠন করেছে এবং প্রধান বিচারপতি তা পরিচালনা করা থেকে বিরত রেখেছেন। তিনি যোগ করেন, বিচার বিভাগ স্বাধীন বলে সংসদকে শাসন করতে পারে না।

সূত্র-জিও নিউজ

news24bd.tvতৌহিদ