কোনো অবস্থাতেই দাসত্ব মেনে নেব না: ইমরান খান

কোনো অবস্থাতেই দাসত্ব মেনে নেব না: ইমরান খান

অনলাইন ডেস্ক

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, একটি ‘শক্তিশালী সরকারের’ প্রতি জনগণের সমর্থন থাকে। শক্তিশালী সরকার হলো যার পেছনে জনগণ থাকে। যে সরকার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসে, তারাই বড় সিদ্ধান্ত নিতে পারে।

ক্ষমতাসীন জোট সরকারকে কটাক্ষ করে পিটিআই প্রধান মঙ্গলবার এ কথা বলেন।

তিনি বলেন, যে প্রতিষ্ঠানগুলোর অপরাধ বন্ধ করার কথা ছিল তাদেরকেই পিটিআইকে ধ্বংস করার দায়িত্ব দেওয়া হয়েছে।  

তিনি বলেন, আমি যা বুঝতে পেরেছি তা হলো একটি নতুন ‘কিংস পার্টি’ তৈরি করা হচ্ছে। যারা পিটিআই ছেড়ে গেছে তাদের সেই কিংস পার্টিতে যুক্ত করা হচ্ছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বারবার বলেন, দেশে আইনের আধিপত্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশ টিকবে না।

সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, তার দল ক্ষমতায় থাকাকালীন কখনই নারীদের তুলে নেয়নি বা মানুষের বাড়িতে প্রবেশ করেনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আরও বলেছেন, তার প্রধান নিরাপ্তারক্ষী নিখোঁজ হয়েছেন।

‘তারা ভয় ছড়াচ্ছে যাতে আমরা দাস হয়ে যাই। তারা দেশের ৫০ শতাংশ জনগোষ্ঠীর মধ্যে ভীতি সঞ্চার করতে চায়’, যোগ করেন পিটিআই প্রধান ইমরান।

তিনি বলেন, তার স্ত্রীর ওয়ারেন্ট জারি করা হয়েছিল যাতে অপমান করা যায়।

দেশের জনগণকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে এ ক্রিকেট কিংবদন্তী বলেন, ‘তারা যদি উঠে দাঁড়িয়ে বলে যে ইমরান খান বিশ্বাসঘাতক, মানুষ কি বিশ্বাস করবে? এটা কঠিন সময়, স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করতে হবে, আমি প্রস্তুত। আমি কোনো অবস্থাতেই দাসত্ব মেনে নেব না, জাতিকেও প্রস্তুত হতে হবে।

সূত্র- জিও নিউজ

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক