মস্কোয় ড্রোন হামলা, ওয়াশিংটনকে দুষছে ক্রেমলিন

সংগৃহীত ছবি

মস্কোয় ড্রোন হামলা, ওয়াশিংটনকে দুষছে ক্রেমলিন

অনলাইন ডেস্ক

ওয়াশিংটনের উৎসাহেই ইউক্রেন রাশিয়ায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে মার্কিন প্রশাসন ও ইউক্রে৷ ফলে রাশিয়ার রাজধানী মস্কোয় হামলা নিয়ে বিভ্রান্তি এখনো কাটছে না৷

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, দিনের পর দিন ইউক্রেনের রাজধানী কিয়েভের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র বর্ষণ করে চলেছে রাশিয়া৷ বিশেষ করে চলতি মে মাসে হামলার মাত্রা অনেক বেড়ে গেছে৷ এর মধ্যেই রাশিয়ার ভূখণ্ডে বিচ্ছিন্ন ড্রোন হামলার পর এবার খোদ রাজধানী মস্কোর উপর একই সঙ্গে একাধিক ড্রোন হামলার ঘটনা মস্কোর অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে৷ 

এখনো পর্যন্ত কেউ সেই হামলার দায় স্বীকার না করলেও রাশিয়া ইউক্রেনকেই এর জন্য দায়ী করছে৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে ‘সন্ত্রাসী হামলা' হিসেবে বর্ণনা করেছেন৷ সেইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও গর্জে উঠছে মস্কো৷ তাদের ধারণা, মার্কিন প্রশাসনই ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে উৎসাহ দিচ্ছে৷

অবশ্য এমন অভিযোগ অস্বীকার করে মার্কিন প্রশাসন বলেছে, তারা রাশিয়ার ভূখণ্ডে হামলাকে সমর্থন করে না৷ স্পষ্ট ধারণা পেতে ওয়াশিংটন মস্কোয় ড্রোন হামলার ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করছে বলে জানা হয়েছে৷ 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলইয়াক মস্কোর উপর হামলার জন্য সরাসরি দায় স্বীকার না করলেও এমন ঘটনা ‘উপভোগ' করছেন বলে জানিয়েছেন৷ ভবিষ্যতে আরও এমন হামলার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করছেন৷ 

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেন, আত্মরক্ষার তাগিদে রাশিয়ার ভূখণ্ডের উপর হামলার অধিকার ইউক্রেনের অবশ্যই রয়েছে৷ তবে তিনি সরাসরি মস্কোর উপর হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেননি৷

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোয় ড্রোন হামলার ঘটনা সম্পর্কে বিভ্রান্তি এখনো কাটছে না৷ রুশ কর্তৃপক্ষ আটটি ড্রোনের উল্লেখ করলেও বাস্তবে আরও অনেক বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে৷ 

news24bd.tv/aa