ভোট চুরির পরিকল্পনা বুঝতে পেরে এই ভিসা নীতি : গণঅধিকার পরিষদ

ভোট চুরির পরিকল্পনা বুঝতে পেরে এই ভিসা নীতি : গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের আরেকটি ভোট চুরির পরিকল্পনা করছে বুঝতে পেরে যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করেছে। গণঅধিকার পরিষদের এক আলোচনা সভায় এমনটা দাবি করেছেন বক্তারা।

বুধবার (৩১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গণঅধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় আলোচকরা আরও বলেন, সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি ভোট চুরির নির্বাচন করতে চায়। এই পরিস্থিতি দেখে নির্বাচনের সাত মাস আগেই যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করেছে।

তারা বলেন, যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণার পর সরকার ‘সুবোধ বালক’ হয়ে যাওয়ার ভান করছে। বিরোধীরা সরকারের ফাঁদে পা দেবে না। বর্তমান সরকারের অধীনে তারা কোনো নির্বাচনে অংশ নেবে না।

‘সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ও বাংলাদেশের সংকট’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক (নুর), অধ্যাপক রুহুল আমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক