মণিপুরে অস্ত্রশালা থেকে ৪ হাজার অস্ত্র চুরি

মণিপুরে অস্ত্রশালা থেকে ৪ হাজার অস্ত্র চুরি

অনলাইন ডেস্ক

ভারতের মণিপুরের অস্ত্রাগার থেকে ৪ হাজার অস্ত্র লুট করা হয়েছে বলে অভিযোগ কর্তৃপক্ষের। একে সিরিজের অস্ত্রসহ এমআই ১৬ রাইফেল, সাবমেশিনগান, কার্বাইন এবং অত্যাধুনিক পিস্তল চুরি গেছে।

বুধবার (৩১ মে) ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, লুট হওয়া এসব হাজার হাজার অস্ত্র নিয়ে শঙ্কিত সরকার। গোয়েন্দাদের আশঙ্কা, সেই অস্ত্র সীমান্ত পেরিয়ে পৌঁছে যেতে পারে মিয়ানমারের জঙ্গি সংগঠনগুলোর হাতে।

খবরে বলা হয়, প্রশাসন মনে করছে রাজ্যে অন্তত ৪ হাজার অস্ত্রের কোনও খোঁজ মিলছে না। কার্তুজের সংখ্যা এখনও গুণে বের করা যায়নি। গত কয়েকদিনে লাগা সংঘাতে ইতোমধ্যে পরিস্থিতি সামাল দিতে সেখানে মোতায়েন রয়েছে কয়েক প্লাটুন সেনা।

গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে, মিয়ানমারের জঙ্গি গোষ্ঠীর হাতে লুট হওয়া অস্ত্র পৌঁছাচ্ছে একটা গোষ্ঠী।

যেটা ভয়াবহ হতে পারে। কারণ কোনো গোষ্ঠীর কাছে এত বিশাল পরিমাণ অস্ত্র লুকিয়ে রাখা সম্ভব নয়।

আরেক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের জঙ্গিগোষ্ঠীদের কাছে সম্প্রতি এমন কিছু অস্ত্রের সন্ধান মিলেছে। গোয়েন্দাদের দাবি, মণিপুরের কয়েকটি গোষ্ঠীর সঙ্গে জঙ্গি সংগঠনের যোগ রয়েছে এবং রাজ্যে অশান্তি চলাকালীনই প্রশিক্ষণ নিতে এ পার থেকে মায়ানমারে কয়েকজনকে পাঠানো হয়েছিল।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক