জাতিসংঘ সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলো ইরান

জাতিসংঘ সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলো ইরান

অনলাইন ডেস্ক

জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ইরান। এছাড়া সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ ও অস্ত্রবিস্তার রোধ সংক্রান্ত কমিটির প্রতিবেদক এবং এই কমিটির পরিচালনা পরিষদের সদস্যও নির্বাচিত হয়েছে দেশটি।

ইরানের বার্তা সংস্থা ইরনার খবর অনুযায়ি, গতকাল (বৃহস্পতিবার) নিউইয়র্কে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আলি বাহরাইনিকে সর্বসম্মতিক্রমে এই সংস্থার সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ অধিবেশনের জন্য এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে সাধারণ পরিষদের পাঁচজন সহ-সভাপতির একজন নির্বাচিত হলো ইরান।

নির্বাচিত ভাইস প্রেসিডেন্টদের কাজ হবে সাধারণ পরিষদের সভাগুলো পরিচালনা করার পাশাপাশি এজেন্ডা নির্ধারণ করা এবং অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচি সাজানো। এই কাজে তারা নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য সহযোগে সাধারণ কমিটির সদস্য তালিকা গঠন করবে।

সপ্তাহখানেক ধরে আমেরিকার প্রতিনিধি এই দুটি পদে ইরানের নিয়োগ ঠেকাতে কূটনৈতিক মহলে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিল।

news24bd.tvতৌহিদ