প্রস্তাবিত বাজেটের কিছু বিষয় উচ্চাভিলাষী ও অবাস্তব : পিআরআই

প্রস্তাবিত বাজেটের কিছু বিষয় উচ্চাভিলাষী ও অবাস্তব : পিআরআই

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও রাজস্ব আদায়ের লক্ষ্যকে উচ্চাভিলাষী ও অবাস্তব বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইন্সটিটিউট (পিআরআই)।

শনিবার (৩ জুন) মতিঝিলে নিজস্ব কার্যালয়ে আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায় এসব কথা বলেন পিআরআই এর ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহমেদ। তিনি বলেন, করজাল বাড়াতে বাজেটে কর কাঠামোর কাঙ্ক্ষিত সংস্কারের উদ্যোগ নেই।

তিনি আরও বলেন, সেইসাথে বিদেশি বিনিয়োগ বাড়াতে কোনো পদক্ষেপ দেখা যায়নি।

২০২২ সালের জুনে থাইল্যান্ডের মূল্যস্ফীতি ছিলো ৭ দশমিক ৭ শতাংশ। এটি চলতি বছরের এপ্রিলে নেমে এসেছে ২ দশমিক ৭ শতাংশে। অর্থাৎ এই সময়ের মধ্যে থাইল্যান্ড ৬৫ শতাংশ মূল্যস্ফীতি কমাতে সক্ষম হয়েছে। একইভাবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ২০২৩ সালের এপ্রিলে ৪ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে, যা এর আগের বছরের জুনে ছিলো ৯ দশমিক ১ শতাংশ।

এসময় ড. সাদিক আহমেদ আরও বলেন, আমদানিতে কড়াকড়ি আরোপ করে দেশে আমদানির পরিমাণ কিছুটা কমানো হয়েছে। এতে ডলারের ওপর চাপ কমেছিলো। কারেন্ট একাউন্ট ব্যালেন্সের কিছুটা উন্নতি হলেও ক্যাপিটাল অ্যাকাউন্ট বাড়ানো সম্ভব হয়নি। কারণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়েনি। তাই আমদানি নিয়ন্ত্রণ কোন স্থায়ী সমাধান না।

এসময় অনুষ্ঠানে উপস্থিত পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতার পরিমাণ ও বরাদ্দ দুটোই বৃদ্ধি পেয়েছে প্রস্তাবিত বাজেটে। দুই হাজার টাকা ন্যূনতম করহারের প্রস্তাব জনগণের মধ্যে কর দেয়ার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে।

news24bd.tv/FA