সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানী শুরু

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানী শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত এই বন্দর দিয়ে ৫৭ ট্রাক ভারতীয় পেঁয়াজ সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডে এসেছে।  

৫৭ ট্রাকে প্রায় ১ হাজার মে.টন পেঁয়াজ রয়েছে বলে জানিয়েছেন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানীকারক আলহাজ্ব মো. দুরুল হুদা।  

এর আগে পোনামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম জানান, বিকেল পর্যন্ত ৪৭টি ট্রাকে প্রায় ৭’শ টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে।

এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানীর খবরে আজ সোমবার থেকে চাঁপাইনবাবগঞ্জের বাজারে দাম প্রতি কেজিতে ১০ থেকে ১৫টাকা করে কমেছে।

news24bd.tv/কেআই