ওয়ারীতে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ৫ জনের অবস্থা সঙ্কটাপন্ন

ফাইল ছবি

ওয়ারীতে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ৫ জনের অবস্থা সঙ্কটাপন্ন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ওয়ারীতে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন। এদের মধ্যে সকলেই গুরুতর আহত।

শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, বিস্ফোরণে সৃষ্ট আগুনের ঘটনায় তাদের সবারই শ্বাসনালী পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, আহতদের মধ্যে ডিপিডিসির সদস্য সোহেলের শ্বাসনালীসহ ৮০ শতাংশ পুড়ে গেছে।

সংকটাপন্ন হওয়ায় সোহেলকে এইচডিইউতে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্যদের অবজারভেশনে রেখেছেন চিকিৎসকরা।

মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে ওয়ারীর পুরনো থানার পাশে টিপু সুলতান সড়কে গ্যাসলাইন মেরামতকাজ করার সময় আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

এই রকম আরও টপিক