কালীগঞ্জে পাইপ বোঝাই ট্রাক উল্টে একজন নিহত

সংগৃহীত ছবি

কালীগঞ্জে পাইপ বোঝাই ট্রাক উল্টে একজন নিহত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে পাইপ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওমর আলী (৩০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আজ শুক্রবার (৯ জুন) সকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নীলফামারীর আদর্শপাড়া জলঢাকার এলাকার মো. লুতফর রহমানের ছেলে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন নূর মোহাম্মদ (১৮), মামুনুর রশিদ(৩০), সাইফুল ইসলাম(১৭) ও ইয়াকুব আলী (২০)। তারা সবাই নীলফামারীর আদর্শপাড়া জলঢাকা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি পাইপ বোঝাই ট্রাক লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালিগঞ্জ অভিমুখ হয়ে যাচ্ছিল। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রুতিধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীরের পাশে উল্টিয়ে পড়লে ঘটনাস্থলে একজন মৃত্যু হয়।

এতে চারজন আহত হয়। ট্রাকে থাকা যাত্রীরা রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে উদ্ধার করে চারজনকেকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, 'আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পারি পাইপ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে শ্রুতিধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীরের পাশেই উল্টিয়ে পড়ে আছে। ঘটনাস্থলেই গাড়িতে থাকা একজনের মৃত্যু হয়।

news24bd.tv/SHS