তুরস্কে ক্ষেপণাস্ত্র কারখানায় বিস্ফোরণে ৫ শ্রমিকের মৃত্যু

সংগৃহীত ছবি

তুরস্কে ক্ষেপণাস্ত্র কারখানায় বিস্ফোরণে ৫ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি ক্ষেপণাস্ত্র কারখানায় বিস্ফোরণে অন্তত পাঁচজন শ্রমিক নিহত হয়েছে। শনিবার (১০ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাজধানী আঙ্কারা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে আলমা দাগ জেলায় মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানির (এমকেই) ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক কারখানায় বিস্ফোরণটি ঘটে। কারখানার আহত কর্মচারীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আঙ্কারার প্রাদেশিক গভর্নর ওয়াসিব শাহীন সাংবাদিকদের বলেন, কারিগরি কর্মীদের মতে রাসায়নিক পরীক্ষার ফলে কারখানার ডিনামাইট বিভাগে বিস্ফোরণ ঘটে। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া আরও পাঁচজন শ্রমিককে উদ্ধারের কথা জানান তিনি।

দেশটির রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য দুর্ঘটনার বিষয়ে একটি প্রশাসনিক ও বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক