পুড়ছে আরব আমিরাত, তাপমাত্রা ৪৯ ডিগ্রি

সংগৃহীত ছবি

পুড়ছে আরব আমিরাত, তাপমাত্রা ৪৯ ডিগ্রি

অনলাইন ডেস্ক

তীব্র দাবদাহে গলছে আরব আমিরাত। তাপমাত্রা ৫০ ছাড়িয়ে যাওয়ায় অস্বাভাবিক হয়ে পড়ে জনজীবন। ঘটনা গত শনিবারের। এদিন বাতাসে আর্দ্রতা ১০০ ডিগ্রির  বেশি অনুভূত হয়।

ন্যাশনাল নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুরে আমিরাতের তাপমাত্রা পৌঁছায় ৫০ ডিগ্রির কাছাকাছি। এদিন দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) শনিবার আবু ধাবির আল ধাফরা অঞ্চলের হামিম এলাকায় বিকাল ৩টা ১৫ মিনিটের দিকে ৪৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। এটি ছিল চলতি বছরে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা।

সংস্থাটির বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার আবুধাবি ও মেজাইরাতে ৪৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দুবাইতে একই দিনে সবচেয়ে উষ্ণ তাপমাত্রা ছিল মারঘামে ৪৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে গ্রীষ্ম ঋতুতে ৪৯ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা দেশটিতে সর্বোচ্চ নয়। এর আগে ২০২১ সালে তাপমাত্রা ৫১ ডিগ্রি ছাড়িয়ে যায়।

news24bd.tv/FA