যশোরে ডেঙ্গুতে দুই জনের মৃত্যু

যশোরে ডেঙ্গুতে দুই জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে যশোর সিভিল সার্জনের মিডিয়া সেল থেকে বিষয়টি জানানো হয়েছে।

নিহতেরা হলেন- চৌগাছা কয়ারপাড়া গ্রামের সমীর কর্মকারের স্ত্রী দোলন কর্মকার (৩৩) এবং বাঘারপাড়া উপজেলার আব্দুল গফফার (৬৫)। তারা দুজনই স্থানীয়ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১২ জুলাই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়।

তাদের দুজনেরই হার্ট ও ডায়াবেটিস রোগী ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও জন ৯ জন। আক্রান্তরা সবাই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যায় দাঁড়াল ১০৮ জনে।

এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে রয়েছেন ৮৬ জন।

এ বিষয়ে যশোর সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ডেঙ্গুতে আক্রান্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা গেছেন। মারা যাওয়া দুজনই স্থানীয়ভাবে আক্রান্ত ছিলেন।

news24bd.tv/কামরুল

এই রকম আরও টপিক