শুরুতেই তাসকিনের জোড়া আঘাত

শুরুতেই তাসকিনের জোড়া আঘাত

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লড়াইয়ে বোলিং করতে এসে শুরুতেই দুই উইকেট তুলে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৬ ওভার শেষে ২ উইকেটে ৩০ রান।  

সিলেটে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলে ছক্কা মারলেন রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু ঠিক পরের বলেই সাজঘরের পথ দেখতে হলো আফগান ওপেনারকে।

দারুণ শর্ট ডেলিভারিতে তাকে ৮ রানে সাজঘরে ফেরান তাসকিন।  

ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দিলেন ডানহাতি এই পেসার। এরপর নিজের দ্বিতীয় ওভারে হজরতউল্লাহ জাজাইকে ৪ রানে ফেরান তাসকিন।

সিলেটে টি-টোয়েন্টি সিরিজটি শুরুর আগে আফগানদের বিপক্ষে বাংলাদেশ ৯ ম্যাচে মাত্র ৩টি ম্যাচ জিতেছিল।

দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে এবার টাইগাররা সেই সংখ্যাকে চারে নিয়ে গেছে। একইসঙ্গে জাগিয়েছে প্রথমবারের মতো রশিদ খানদের টি-টোয়েন্টি সিরিজ হারানোর সম্ভাবনা।

এর আগে গত শুক্রবার রুদ্ধশ্বাস ম্যাচে আফগানদের ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ : লিটন কুমার দাস,  নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামিম হোসেন পাটওয়ারী, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকনি আহমেদ, হাসান মাহামুদ।

আফগানিস্তানের একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, আজমাতুল্লাহ ওমরজাই,ফজল হক ফারুকি, ও ওয়াফাদার মোমান্দ।  

news24bd.tv/কামরুল

এই রকম আরও টপিক