ভারতের আনন্দবাজারের প্রতিবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

ভারতের আনন্দবাজারের প্রতিবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ‘হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার, যুক্তরাষ্ট্রকে বার্তা নয়াদিল্লির’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত সরকার অত্যন্ত পরিপক্ব। তারা যেটা ভালো মনে করে সেটাই করেছে। আমাদের তাদের সম্পর্কে কোনো কিছু বলার নেই।

আজ রোববার (২০ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ ইস্যুতে ভারত ওয়াশিংটনকে বার্তা দিয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো ভাষ্য আছে কিনা- জানতে চাওয়া হয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে।

এ সময় ড. মোমেন বলেন, ভারত সরকার অত্যন্ত পরিপক্ব ।

তাদের একটি অত্যন্ত শক্তিশালী গণতান্ত্রিক দেশ। তারা যেটা ভালো মনে করে, সেটাই তারা করেছে। আমাদের তাদের  সম্পর্কে কোনো কিছু বলার নেই। তারা নিজেদের জন্য এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য যদি কিছু বলে থাকেন, অবশ্যই এটা অত্র এলাকার উপকারে আসবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন  মোমেন।

news24bd.tv/SHS