মিরাজের আবেগঘন বার্তা

সংগৃহীত ছবি

মিরাজের আবেগঘন বার্তা

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময়ই অস্বস্তি অনুভব করেন নাজমুল হোসেন শান্ত। পরে আর ফিল্ডিংয়ে নামেননি তিনি। আজ নিজের ফেসবুক পেইজে শান্ত নিশ্চিত করেছেন তিনি মাসল টিয়ারে ভুগছেন। ফলে আর খেলা হবে না চলমান এশিয়া কাপে।

দ্রুতই দেশে ফিরে এসে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন শান্ত। দলকে শুভকামনা জানিয়েছেন তিনি।  

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে শান্তর সাথে দারুণ জুটি গড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। বয়সভিত্তিক পর্যায় থেকেই একসাথে খেলে আসছেন তারা দুইজন।

বন্ধুর ইঞ্জুরিতে ব্যথিত হয়েছেন মিরাজ। শান্তর দ্রুত সুস্থতা কামনা করছেন এই অলরাউন্ডার।

নিজের ফেসবুক পেইজে মিরাজ লিখেছেন, 'বয়সভিত্তিক থেকে জাতীয় দল! আমার বন্ধু শান্তর সাথে এতদিন ধরে একসাথে খেলা এক দারুণ সফর! একসাথে অনেক মনে রাখার মতো স্মৃতি আছে আমাদের এবং আরো আসবে ইনশাআল্লাহ। দ্রুত সুস্থ হয়ে যাও এবং আরো শক্তিশালীভাবে ফিরে আসো ভাই। '

উল্লেখ্য,  এ বছর দুর্দান্ত ফর্মে ছিলেন শান্ত। সব ফরম্যাট মিলিয়ে সহস্রাধিক রান করেছেন শান্ত। দেশের মধ্যে সবচেয়ে বেশি রান শান্তর। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের পর আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেছেন শান্ত।

news24bd.tv/AA