স্টার সিরামিকস ও সাথীর ‘সেফ হ্যাভেন’ ক্যাম্পেইন

স্টার সিরামিকস ও সাথীর ‘সেফ হ্যাভেন’ ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক

সুবিধাবঞ্চিত মেয়েদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে স্টার সিরামিকস বাংলাদেশের প্রিমিয়াম টাইলস ও স্যানিটারি ওয়্যারের পণ্য সাথীর উদ্যোগে ‘সেফ হ্যাভেন’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

এর লক্ষ্য হলো মেয়েদের পিরিয়ডকালীন সময় নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনে মেয়েদের টেকসই সমাধান প্রদান করা। এ ছাড়াও ঋতুস্রাব নিয়ে প্রতিবন্ধকতা দূর করাও এ ক্যাম্পেইনের অন্যতম উদ্দেশ্য।

সেফ হ্যাভেনের মাধ্যমে স্টার সিরামিকস ও সাথী শুধু নিরাপদ অভ্যাস সম্পর্কেই সচেতন করছে না, বরং স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য না হওয়ার সমস্যাও সমাধান করছে।

যে সমস্যার মুখোমুখি অনেক মেয়েরাই হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে কয়েকটি স্কুলকে ‘প্যাড ব্যাংক’ দেয়া হয়েছে। যেখানে পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন থাকবে ও স্কুলের মেয়েরা প্রয়োজনে সেগুলো ব্যবহার করবে।

যেসব স্কুলে দেয়া হয়েছে প্যাডব্যাংক-
•    শান্তিবাগ উচ্চ বিদ্যালয়
•    সাউথ জোন প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, ভাটারা
•    আহমেদবাগ আদর্শ উচ্চ বিদ্যালয়, আহমেদবাগ, বাসাবো
•    ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসা, রামপুরা
•    আদর্শ কিন্ডারগার্টেন ও হাই স্কুল, কড়াইল
•    রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, রামপুরা
•    মা-মরিয়ম কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল, কড়াইল
•    আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজ, মহাখালী
•    দ্বীপ আইডিয়াল স্কুল, ভাটারা
•    পাঠশালা, কোরাইল

সেফ হ্যাভেন প্রচারাভিযানটি কড়াইলের পাঠশালায় অনুষ্ঠিত হয়, যেখানে কমিউনিটির কল্যাণকে অগ্রাধিকার দিয়ে সামাজিক পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে।

এই ক্যাম্পেইন তরুণীদের জন্য আলোচিত ও স্বাস্থ্যকর ভবিষ্যতের পথ উন্মোচন করে।

স্টার সিরামিকস ও সাথীর এ উদ্যোগের মাধ্যমে অগণিত অল্পবয়সী মেয়ের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে প্রত্যাশা তাদের।