নিউমার্কেটের পানি অপসারণে আনা হয়েছে ‘সাকার’ মেশিন

সংগৃহীত ছবি

নিউমার্কেটের পানি অপসারণে আনা হয়েছে ‘সাকার’ মেশিন

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। তবে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পরও ঢাকার নিউমার্কেটের ভেতরে জমে থাকা পানি নামেনি। এমন পরিস্থিতিতে নিউমার্কেটের পানি অপসারণে ‘সাকার’ মেশিন নিয়ে আসা হয়েছে।

সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ওই মেশিন দিয়ে পানি নিষ্কাশনের লাইন পরিষ্কার শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম। দিনভর মার্কেটের ভেতরে পানি থাকায় আজ কোনো দোকানই খোলা হয়নি বলেও জানান তিনি।

শুক্রবার বেলা ১১টার দিকে নিউমার্কেট এলাকায় দেখা যায় হাঁটুপানি। ব্যবসায়ীরা অপেক্ষায় আছেন কখন পানি নামবে।

ব্যবসায়ীরা বলেন, বৃষ্টি হলেই নিউমার্কেট পানিতে ডুবে যায়। এটা নতুন কোনো ঘটনা নয়। তবে গতকাল বেশি বৃষ্টি হওয়ার কারণে মার্কেটের অনেক দোকানে পানি উঠেছে। দোকানের আসবাবসহ কিছু জিনিসপত্র নষ্ট হয়েছে। ধানমন্ডি হকার্স মার্কেটের ভেতরেও পানি জমে আছে। সেই পানি মোটর বসিয়ে সেচ দেওয়া হচ্ছে।

ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম আরো বলেন, বৃষ্টির পানি জমে শুধু নিউমার্কেটেই ৫০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে নিচতলার দোকানে পানি ঢুকে আসবাবপত্র ভিজে গেছে। কমপক্ষে ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তা ছাড়া শুক্রবার বেশি বিক্রি হয়। এই হিসাবে ক্ষতি আরও বেশি।

জলাবদ্ধতার কারণ সম্পর্কে দেওয়ান আমিনুল ইসলাম বলেন, জমে থাকা বৃষ্টির পানি অন্যান্য সময় দ্রুতই নেমে যায়। পানিনিষ্কাশনের মূল লাইনে হয়তো কোনো সমস্যা হয়েছে। এ কারণে ধীরগতিতে পানি নামছে। ২ নম্বর গেটে সেচপাম্প দিয়ে পানিনিষ্কাশনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

news24bd.tv/AA