‌সংকট নিরসনে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ে জোর দিতে হবে: আতিউর রহমান

সংগৃহীত ছবি

‌সংকট নিরসনে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ে জোর দিতে হবে: আতিউর রহমান

নিজস্ব প্রতিবেদক

দেশের ব্যাংকিং খাতের সংকট নিরসনে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ আমেরিকা প্রেসক্লাবের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশের কৃষি সঠিকভাবে কাজ করছে বলেই বিশ্বের নানামুখি সংকটেও অর্থনীতি টিকে আছে।  

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি আকাশের মতো; সেখানে কালো মেঘে রয়েছে, সাদা মেঘে রয়েছে।

দেশি ও প্রবাসীদের সম্মিলিত নিরন্তর প্রচেষ্টায় সাদা মেঘ দিয়ে কালো মেঘকে ঢেকে দিতে হবে।
news24bd.tv/আইএএম