এক টুকরো জায়গার জন্য সংঘর্ষ, ২ যুবকের মৃত্যু

সংগৃহীত ছবি

এক টুকরো জায়গার জন্য সংঘর্ষ, ২ যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ভূমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষে আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। গুরুতর আহত একজনকে সিলেটে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন— ওই গ্রামের হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী( ৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামারগাঁও এলাকায় চেরাগ আলী ফিলিং স্টেশনের পাশের এক টুকরো জমি নিয়ে নিহত দুইজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও এ নিয়ে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে।

শনিবার রাত ৯টার দিকে আবারও দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এতে উস্তার মিয়া ও ই্উসুফ আলী নামে দুই যুবক প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন। পরে তাদেরকে হাসপাতালে নেয়া হলে সেখানে তারা মারা যান। এছাড়াও উভয়পক্ষের ২৫ জন আহত হন। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, বাহুবলে সংঘর্ষে আহত লোকজন ও তাদের পক্ষের লোকজনের মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালে এসেও মারামারিতে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে সদর থানার পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৪ জনকে আটক করে বাহুবল থানায় সোপর্দ করা হয়। নিহত ২ জনের মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে রয়েছে ।  

news24bd.tv/A