অবরোধে বাস চলাচলের বিষয়ে যা জানা গেল

সংগৃহীত ছবি

অবরোধে বাস চলাচলের বিষয়ে যা জানা গেল

অনলাইন ডেস্ক

বিএনপি- জামায়াতের ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যেও ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের সড়ক পরিবহন মালিক-শ্রমিকরা বিএনপির ডাকা অবরোধ ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে। জনগণের দুর্ভোগের কথা মাথায় রেখে মালিক-শ্রমিকরা অবরোধ উপেক্ষা করে রাস্তায় গাড়ি চালাবে।

এ সময় ঢাকাসহ সারা দেশে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানান খন্দকার এনায়েত উল্যাহ।

প্রসঙ্গত, পঞ্চম দফায় আবারও অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার বিরতি দিয়ে আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে আগামী শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে সড়ক-রেল-নৌপথে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

news24bd.tv/AA