তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৪ 

তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৪ 

অনলাইন ডেস্ক

রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। এতে মা ও শিশুসন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোর ৫টার পর এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, ‘আজ ভোর ৫টা ৪ মিনিটে খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।

প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় একটি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ’ 

এদিকে নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি (৩২) ও তার ৩ বছরের ছেলে ইয়াছিন।

বাকি দুজন পুরুষ। তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ট্রেনটি নেওয়া হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে।

h
ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে লাগা আগুন দাউ দাউ করে জ্বলছে।  

গণমাধ্যমকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোণা থেকে ছেড়ে আসে। এটি তেজগাঁও স্টেশন ছেড়ে চলা শুরু করতেই আগুন লাগে। ভোর ৫টা ৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে।

হ
আগুনে পুড়ে যাওয়া মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি।

তিনি আরও জানান, এ ঘটনায় আমরা এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর পেয়েছি। তারা সবাই রেলের যাত্রী ছিলেন।

ক
অগ্নিদগ্ধ মোহনগঞ্জ এক্সপ্রেসের বগির ভেতরের চিত্র।  

তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত  জানা যায়নি।

j
আগুনে পুড়ে ছাই কলা, স্কুল ব্যাগ-বই।

রেলের কর্মকর্তারা বলছেন, বিমানবন্দর স্টেশন ছেড়ে আসার পরপরই চলন্ত ওই ট্রেনটিতে আগুন জ্বলতে দেখা যায়।   

news24bd.tv/TR   
 

এই রকম আরও টপিক