যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি ছাত্র নিহত

বন্দুক হামলায় নিহত বাংলাদেশি ছাত্র শেখ আবির হোসেন।

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি ছাত্র নিহত

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে একটি কফি শপে বন্দুকধারীর হামলায় একজন বাংলাদেশি ছাত্র নিহত হয়েছেন। শেখ আবির হোসেন নামের এই ছাত্র টেক্সাসের লামার বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ গবেষণা ইন্সটিটিউটের প্রফেসর মোহাম্মদ শাহিন খান তথ্যটি নিশ্চিত করেছেন।  

শনিবার(৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টায় আবির মারা যান।

সাতক্ষীরা নিবাসী আবির এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইন্সটিটিউট থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন।

শাহিন জানান, গত জানুয়ারি মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার পর আবির টেক্সাসের বিউমন্ট শহরে বসবাস করছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর আবির ব্র্যাক এবং অতীশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরী করেছেন।

যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, এবছরের ৭ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে বন্দুকধারীর হামলায় ৪০ হাজার ১৬৭ জন নিহত হয়েছেন।

news24bd.tv/ab