আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পট-পরিবর্তন করতে চাই: আমির হোসেন আমু

সংগৃহীত ছবি

আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পট-পরিবর্তন করতে চাই: আমির হোসেন আমু

ঝালকাঠি প্রতিনিধি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, আমার বিরুদ্ধে কোনো প্রার্থী আছে কি নেই, এটা এখন বিবেচ্য বিষয় নয়। এখন আমাদের বিবেচ্য বিষয় হলো, কত পার্সেন্ট ভোট দিয়ে প্রমাণ করব আন্তর্জাতিক মহলকে।

আজ বুধবার (৩ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি শহরের ফরিদপুরপট্টি সড়কে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমু বলেন, আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তন করতে চাই, আমরা সাংবিধানিক ভিত্তিতে বিশ্বাসী।

এবারের নির্বাচনে এটা হলো মূল কথা। তিন শত আসনের মধ্যে ২৯০ আসন পাওয়ার মধ্যে কোনো বিজয় হবে না। বিজয় হবে যদি কমপক্ষে শতকরা ৫০ থেকে ৬০ ভাগ ভোট পেতে পারি। সেটা হবে আমাদের বিজয়।

তাই সবাইকে ভোটকেন্দ্রে আসার অনুরোধ করেন তিনি, আপনাদের সকলকে কাছে অনুরোধ রইল, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন। জানি আপনাদের কষ্ট হবে। তারপরেও জাতীয় স্বার্থে আপনারা এই কষ্ট স্বীকার।

ব্যবসায়ী জানে আলম জনির সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল-মামুন খান ধলু, ব্যবসায়ী আবু বক্কর খান, শাহ আলম হোসেন। এছাড়া সভায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও স্থানীয়রা অংশ নেন।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক