নওগাঁর ৬ আসনের একটিতে তরুণ মাঝি

নওগাঁর ৬ আসনের প্রার্থীরা

নওগাঁর ৬ আসনের একটিতে তরুণ মাঝি

নওগাঁ প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নওগাঁর ছয়টি আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে একটিতে নতুন ও তরুণ প্রার্থী যোগ হয়েছেন।

তিনি হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বািণিজ্যমন্ত্রী বর্ষীয়ান নেতা মরহুম আবদুল জলিলের ছেলে ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।

অন্য মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন- নওগাঁ-১ আসনে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনে বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনে বর্তমান সংসদ সদস্য ও মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছলিম উদ্দীন তরফদার, নওগাঁ-৪ আসনে বর্তমান সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দীন প্রমানিক, নওগাঁ-৫ আসনে তরুণ নেতৃত্ব নিজাম উদ্দীন জলিল (জন) ও নওগাঁ-৬ আসনে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম।

নওগাঁর প্রত্যেকটি আসনে আওয়ামী লীগ সমর্থিতরা তাদের পছন্দের প্রার্থীদের মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ করেছেন।

মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার।

(নিউজ টোয়েন্টিফোর/রানা/তৌহিদ)

সম্পর্কিত খবর