বৃষ্টির জন্য ট্রাফিক আইন ভঙ্গকারীদের জরিমানা মওকুফ!

বৃষ্টির জন্য ট্রাফিক আইন ভঙ্গকারীদের জরিমানা মওকুফ!

বৃষ্টির জন্য ট্রাফিক আইন ভঙ্গকারীদের জরিমানা মওকুফ!

অনলাইন ডেস্ক

আমিরাতে গত ১৫ এপ্রিল থেকে একাধারে কয়েকদিন ভারী বৃষ্টি ও বজ্রপাত হয়। যা গত ৭৫ বছরের ইতিহাসকে ছাড়িয়ে গেছে। বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে অনেকেই বাধ্য হয়ে ট্রাফিক আইন ভঙ্গ করছেন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জলাবদ্ধতার কারণে অনেকেই বাধ্য হয়ে গাড়ি রাস্তায় রেখে হেঁটে বাসায় ফিরেন।

অনেক ক্ষেত্রে দেখা যায় বেশকিছু গাড়ি পানিতে ডুবে গেছে।  

তবে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে যারা বাধ্য হয়ে ট্রাফিক আইন ভঙ্গ করেছেন, তাদের জরিমানা মত্তকুফ করা হবে বলে দুবাই পুলিশ ঘোষণা দিয়েছে। একই সিদ্ধান্ত নিয়েছে শারজা পুলিশও। শারজায় কিছু স্থান এখনো স্বাভাবিক হয়নি।

তাই গতকাল বৃহস্পতিবার শারজা পুলিশ আবারও জানায়, সেসব স্থান স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত কোনো পার্কিং জরিমানা জারি করা হবে না।  

এই বন্যায় অনেকের ঘরবাড়িও বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই আমিরাত সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে বিশাল অঙ্কের তহবিলও ঘোষণা করেছে। একই ঘোষণা করেছে রিয়্যাল স্টেটের বেশকিছু বেসরকারি বড়সর কোম্পানিগুলোও। এমন ঘোষণায় আমিরাত প্রবাসীরা যেন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।  

news24bd.tv/aa