গাজার চিত্র তুলে ধরছে ৯ বছর বয়সী সাংবাদিক লামা

লামা আবু জামোস- ছবি সংগৃহীত।

গাজার চিত্র তুলে ধরছে ৯ বছর বয়সী সাংবাদিক লামা

অনলাইন ডেস্ক

বয়স মাত্র ৯ বছর। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব লামা আবু জামোস নামে ফিলিস্তিনের এই শিশু। গাজায় ইসরায়েলি আগ্রাসনের নানা চিত্র সামাজিক মাধ্যমে তুলে ধরে ইতোমধ্যেই যে শিশুটি হয়েছে আন্তর্জাতিক গণ্যমাধ্যমগুলোর শিরোনাম।

শিশু সাংবাদিক লামাকে নিয়ে আল জাজিরার এক ভিডিও প্রকাশ পেয়েছে।

সেখানে বলা হচ্ছে, লামা আবু জামোস একজন ৯ বছর বয়সী মেয়ে যে গাজায় ইসরায়েলের যুদ্ধের চিত্র তুলে ধরছে। সংবাদ তুলে ধরার জন্য সাধারণত লামা সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নিয়েছে।

লামার ইচ্ছে, প্রতিটা মানুষ যেন এই গণহত্যার কথা জানতে পারে। যাতে লোকেরা বোমা হামলার শব্দ ও বাচ্চাদের আর্তনাদ শুনতে পায়।

লামার আগে জান্না আইয়াদকে ফিলিস্তিনের সর্বকনিষ্ঠ সাংবাদিক হিসাবে বিবেচনা করা হতো।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, লামা জামোস গাজায় বাস্তুচ্যুত এবং অবরোধে সৃষ্ট জনজীবনের নানা চ্যালেঞ্জগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করে থাকেন। সোশ্যাল মিডিয়াতে তার কয়েক হাজার অনুসারী রয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) খান ইউনিসের আল-আমাল হাসপাতালের কম্পাউন্ডের সামনে বাস্তচ্যুত এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

নাসের হাসপাতাল সহ আল-আমাল হাসপাতাল প্রায় এক সপ্তাহ ধরে ইসরায়েলি সেনাবাহিনীর অবরোধে রয়েছে। সেখানে ক্রমাগত কামানের গোলাগুলির শিকার হচ্ছে আশ্রয় নেয়া ফিলিস্তিনিরা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক