অর্থ পাচারের দায়ে রয়েল কমিশনের সিইও গ্রেপ্তার

আমর বিন সালেহ আবদুল রহমান আল মাদানি।

অর্থ পাচারের দায়ে রয়েল কমিশনের সিইও গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

অর্থ পাচারের সন্দেহে সৌদি আরবের পর্যটন ও ঐতিহ্য প্রকল্পের প্রধান আমর বিন সালেহ আবদুল রহমান আল মাদানিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

রোববার রাতে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে গালফ নিউজ। এতে বলা হয়, সৌদির উত্তর-পশ্চিম মদিনা অঞ্চলের আল-উলার রয়েল কমিশনের প্রধান নির্বাহী নিয়োযিত ছিলেন আল মাদানি। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

সৌদির সরকারি দুর্নীতি দমন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এই পদে আসার আগে আল মাদানি একটি কোম্পানির জন্য অবৈধভাবে চুক্তিবদ্ধ হন। অবৈধ ওই চুক্তির মূল্য প্রায় ৫৫ মিলিয়ন ডলার।

বিবৃতিতে আরও বলা হয়, মাদানির বিরুদ্ধে দেশটির সরকারি বিধানের সাথে সামঞ্জস্য রেখে আইনগত আদালতে বিচার প্রক্রিয়া চলছে।

news24bd.tv/FA