মেট্রোরেলের তারে ঘুড়ি পেঁচানোর ঘটনায় আটক ৬

মেট্রোরেলের কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনের মধ্যবর্তী স্থানের ভবনের ছাদ থেকে ওড়ানো ঘুড়ি এসে আটকে যায় মেট্রোরেল লাইনের বৈদ্যুতিক তারে।

মেট্রোরেলের তারে ঘুড়ি পেঁচানোর ঘটনায় আটক ৬

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেলের কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনের মধ্যবর্তী স্থানের ভবনের ছাদ থেকে ওড়ানো ঘুড়ি এসে আটকে যায় মেট্রোরেল লাইনের বৈদ্যুতিক তারে। আর এতে করে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।

বুধবারের (১৪ ফেব্রুয়ারি) এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে অপ্রাপ্তবয়স্ক হওয়ায়  চারজনের পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন কক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এসব তথ্য জানান।

আরও পড়ুন: পেট্রোবাংলার হর্তাকর্তাদের প্রতি জ্বালানী প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

তিনি বলেন, ঘুড়ি ও ফানুস উড়ানোর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

ভাড়া কমানোর বিষয়ে তিনি বলেন, এ ধরণের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে খরচ যদি বাড়ে,  ভাড়াও বাড়তে পারে।

এদিকে, আগামী শনিবার থেকে পিক আওয়ারে ৮ মিনিট পর পর মেট্রোরেল চলার ঘোষণাও দেন তিনি।

news24bd.tv/ab