ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৭

রাশিয়ার ড্রোন হামলায় তিন বছর বয়সী শিশু এবং একজন নবজাত শিশুর মা সহ সাতজন নিহত হয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৭

অনলাইন ডেস্ক

দক্ষিণ ইউক্রেনের বন্দর নগরী ওডেসার একটি আবাসিক এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় তিন বছর বয়সী শিশু এবং একজন নবজাত শিশুর মা সহ সাতজন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেঙ্কো টেলিগ্রাম অ্যাপে প্রকাশিত এক বার্তায় শনিবার (২ মার্চ) জানান, শহরের উদ্ধারকর্মীরা তিন মাস বয়সী এক শিশু ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে। খবর আল জাজিরার।

ইউক্রেনের জাতীয় জরুরি সেবা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের ছবি প্রকাশ করে জানায়, আমরা শিশুসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করেছি।

এ ঘটনা ভুলতে পারার মতো, ক্ষমা করার মতো নয়।

ওডেসা অঞ্চলের প্রশাসক ওলেহ কিপার জানান, হামলায় আটজন আহত হয়েছেন। আমাদের উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের ভেতর কেউ আটকা পড়ে আছেন কিনা সেটি খতিয়ে দেখছে।

আরও পড়ুন: তিন রাজ্যে ট্রাম্পের বড় জয়

রাশিয়ার ব্যবহৃত ড্রোনটি ইরান কর্তৃক সরবরাহকৃত শাহেদ প্রজাতির বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া হাজার হাজার শাহেদ ড্রোন ব্যবহার করে ইউক্রেনের ভেতরে হামলা চালিয়েছে।

এদিকে, ইউক্রেনের যুদ্ধক্ষেত্র খারকিভ, খারসন ও ঝাপোরিঝিয়াতে পৃথক হামলায় তিনজন নিহত হয়েছেন।

হামলার পর জেলেনস্কি পশ্চিমা বিশ্বের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার অনুরোধ পুনর্ব্যক্ত করেছেন।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক