যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিলেন ব্যারিস্টার সুমন

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিলেন ব্যারিস্টার সুমন

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য পাওয়া গ্রিনকার্ড ফিরিয়ে দিচ্ছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, ‘এবারই ইমিগ্রান্ট হিসেবে আমেরিকায় আমার শেষ আসা। যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড ফেরত দিচ্ছি।

যেহেতু বাংলাদেশের মানুষ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, তাঁদের কপালের সঙ্গে আমার কপাল মিলে গেছে। তাই সেকেন্ড কোনো হোম রাখা ঠিক হবে না। ’

ব্যারিস্টার সুমন আরও বলেন, ‘আমি যদি মরি আমার এলাকার মানুষের সঙ্গেই মরব। বাঁচলে দেশকে সুন্দর করে গড়ে তুলব।

আমি কিংবা আমার পরিবারের কেউ আমেরিকায় কোনো সম্পদের মালিক হব না। হলে আপনারা সঙ্গে সঙ্গে ফেসবুকের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেবেন। ’

এদিন ব্যারিস্টার সুমন দৃঢ়তার সঙ্গে বলেন, অন্যায়-অবিচার কিংবা কোনো অসঙ্গতি দেখলে আগের মতোই প্রতিবাদ চালিয়ে যাবেন তিনি। সংসদেও তুলে ধরবেন নিজের অবস্থান।  

news24bd.tv/DHL