নামাজ শিক্ষার বই হকারি করা শিশু সুমনের প্রাণ গেল দুই বাসের চাপায়

নামাজ শিক্ষার বই হকারি করা শিশু সুমনের প্রাণ গেল দুই বাসের চাপায়

অনলাইন ডেস্ক

রাজধানীর গুলিস্তানে দুই বাসের চাপায় নিহত হয়েছে এক শিশু হকার। তার নাম মো. সুমন (৮)। জানা গেছে, নিহত সুমন বিভিন্ন বাসে নামাজ শিক্ষার বই হকারি করতো।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল সোয়া চারটার দিকে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দুই বাসের মধ্যে চাপা পড়ার পর মুমূর্ষু অবস্থায় শিশু সুমনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সুমনকে হাসপাতালে নিয়ে আসা কমিউনিটি পুলিশের সদস্য বাবু জানান, নিহত শিশুটি বিভিন্ন গাড়িতে নামাজ শিক্ষার বই হকারি করে বিক্রি করতো। আজ বিকেলের দিকে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে একটি বাস পেছন দিকে যাচ্ছিল। তখন দুই বাসের মধ্যে চাপে পড়ে গুরুতর আহত হয় ওই শিশুটি।

পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই। এই ঘটনায় ঘাতক বাসের চালক পালিয়ে গেলেও বাসটি আটক করেছে পুলিশ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

news24bd.tv/SHS