সিলেটে নেমে এলো স্বস্তির বৃষ্টি

রাতে সিলেট নগরীতে স্বস্তির বৃষ্টি। ছবি: সংগৃহীত

সিলেটে নেমে এলো স্বস্তির বৃষ্টি

অনলাইন ডেস্ক

তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। সিলেটে তাপমাত্রা সে তুলনায় কম থাকলেও গত দুই দিন ধরে বাড়ছিল তাপমাত্রা। এরই মধ্যে সিলেটে নামল স্বস্তির বৃষ্টি। শনিবার (২৭ এপ্রিল) রাত ৮টা ২০ মিনিট থেকে এ বৃষ্টি শুরু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) রাত ৮টা ২০ মিনিট থেকে সিলেটে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঘণ্টাব্যাপী চলা বৃষ্টিতে ফিরেছে স্বস্তি।

সিলেটে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছিল আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসের সঙ্গে মিলিয়ে সন্ধ্যা থেকেই মৃদু শীতল হাওয়া বইছিল সিলেটে।

সন্ধ্যার আবহাওয়াই জানান দিচ্ছিল রাতে বৃষ্টি হওয়ার। এদিন সন্ধ্যা থেকেই মৃদু হাওয়া বইছিল সিলেটে। রাতে আসে কাঙ্ক্ষিত বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া।

তবে কী পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা আবহাওয়া অধিদপ্তর সিলেট কেন্দ্র থেকে জানা সম্ভব হয়নি।

জিন্দাবাজারের ব্যবসায়ী সাব্বির আহমদ বলেন, সিলেটে তাপমাত্রা তুলনামূলক কম। এর মধ্যে সন্ধ্যার বৃষ্টিতে বেশ শান্তি দিয়েছে।

এর আগে শুক্রবার আবহাওয়া অধিদপ্তর সিলেটে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছিল। সঙ্গে বজ্রবৃষ্টিরও আভাস দিয়েছিল অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছিল- সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

news24bd.tv/DHL

এই রকম আরও টপিক