সীমান্ত থেকে তিন কোটি টাকার আড়াই কেজি সাপের বিষ জব্দ

সীমান্ত থেকে তিন কোটি টাকার আড়াই কেজি সাপের বিষ জব্দ

নিজস্ব প্রতিবেদক

ভারতে পাচারকালে দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ জব্দ করেছে বিজিবি। বিজিবি'র জয়পুরহাট ব্যাটালিয়ন সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এ সাপের বিষ জব্দ করে।

শুক্রবার ভোর রাতে বিজিবি'র জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিরামপুর উপজেলার সীমান্তবর্তী উচা গোবিন্দপুর এলাকা দিয়ে বাংলাদেশ থেকে সাপের বিষ ভারতে পাচার হবে।

এরই প্রেক্ষিতে রাত ৩টা ৪০ মিনিটের সময়ে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের নেতৃত্বে ঘাসুরিয়া বিওপি'র টহল কমান্ডার নায়েক মো. আসাদুজ্জামানসহ বিজিবির একটি বিশেষ টহলদল উচা গোবিন্দপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানে দুটি কাঁচের জারে রক্ষিত সাদা রঙের সাপের বিষ ১ কেজি ২০৩ গ্রাম এবং কালো রঙের সাপের বিষ ১ কেজি ২৬৮ গ্রাম সর্বমোট ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়। জব্দকৃত সাপের বিষের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৯৬ লক্ষ ৫২ হাজার টাকা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক