সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের লংলা রেলস্টেশন এলাকায় তীব্র গরমে রেললাইন হঠাৎ বেঁকে যায়। মঙ্গলবার (২৭ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি রাউৎগাঁও ইউনিয়নের লংলা এলাকায় একটি জায়গায় আটকা পড়ে। চালকের দক্ষতায় বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে বেঁচে গেল পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমদ। তিনি বলেন, তীব্র গরমে লংলা এলাকায় বিকেলে রেললাইন হঠাৎ বেঁকে যায়। এ সময় সিলেটগামী পাহাড়িকা ট্রেনটি কিছু সময় আটকা পড়ে। পরে রেলকর্মীরা পানিসহ অন্য সরঞ্জামাদি দিয়ে রেললাইন ঠাণ্ডা করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এরপর বিকেলে ৫টার পর ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন ২০ কিলোমিটার বেগে সতর্কতার সঙ্গে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে...
তীব্র গরমে বেঁকে গেল রেললাইন, চালকের দক্ষতায় প্রাণে বাঁচলো যাত্রীরা
অনলাইন ডেস্ক

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম আটক
শেরপুর প্রতিনিধি

সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা (৯০) ও তার স্ত্রী সালমা খাতুনকে (৮০) শেরপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাদের নামে কোনো মামলা নেই বলে জানিয়েছে পুলিশ। দলিল করতে এসে জনতার হাতে আটক জানা গেছে, রেজাউল করিম হীরা ব্যক্তিগত প্রাডো গাড়িতে করে স্ত্রীসহ শেরপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে জমি বিক্রির দলিল করতে আসেন। খবর পেয়ে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে তাকে ঘিরে ধরেন। পরে তাকে ফ্যাসিস্ট সরকারের দোসর আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল করে এবং পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে শেরপুর সদর থানা-পুলিশ তাকে ও তার স্ত্রীকে থানায় নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত...
ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যার নেপথ্য কারণ
বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ফেসবুক লাইভে এসে রাসেল আহম্মেদ (৩৫) নামে এক যুবক বিষাক্ত ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে জেলার ধুনট পৌরসভার দক্ষিণ অফিসারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় নিজের ফেসবুক প্রোফাইলে এসে এ্যালোমিনিয়াম ফসফাইট নামক দুটি বিষাক্ত ট্যাবলেট খেয়ে অচেতন হয়ে পড়েন রাসেল। এরপর তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় তার মৃত্যু হয়। পারিবারিক কলহের জেল ধরেই তার এমন ঘটনা বলে জানিয়েছে পুলিশ। নিহত রাসেল আহম্মেদ ধুনট পৌরসভার পশ্চিমভরনশাহী এলাকার সোনা মিয়ার ছেলে এবং তিনি অনলাইন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। নিহতের পরিবার জানায়, গত দেড় বছর আগে ধুনট পৌরসভার দক্ষিণ অফিসারপাড়া এলাকার লুৎফর রহমানের মেয়ে নাদিয়া আক্তার প্রেমাকে বিয়ে করে রাসেল। এর কিছুদিন পর স্ত্রীকে...
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহযোগীসহ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

অস্ত্রসহ দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কুষ্টিয়ার একটি বাসা থেকে তার এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকায় আনা হচ্ছে। মঙ্গলবার (২৭ মে) সরকারের একটি দায়িত্বশীল সূত্র থেকে তথ্য জানানো হয়েছে। ঢাকার অপরাধ জগতের দুই কুখ্যাত সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে কুষ্টিয়া জেলা কারাগারের পেছনের একটি বাসা থেকে সকালে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এ সময় ২টি পিস্তল, ৪ টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। সূত্র বলছে, আজ যে কোনো সময় সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত জানানো হতে পারে। news24bd.tv/এআর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর