‘বিমানের সব যাত্রী নিরাপদে আছেন’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

‘বিমানের সব যাত্রী নিরাপদে আছেন’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চট্টগ্রামে অস্ত্রধারীর হাতে জিম্মি থাকা বিমানের যাত্রীরা নিরাপদে নেমে এসেছেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার বিকেলে ঢাকা থেকে দুবাইয়ের পথে রওনা হয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামার পর এটি এক অস্ত্রধারীর কবলে পড়ে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।

জিম্মি ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, যতটুকু জানা গেছে, একজন সন্দেহভাজন পাইলটের মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিল। তবে সব যাত্রী নেমে গেছে।

পাইলটও নেমে গেছে। তবে প্রকৃত ঘটনা কী, তা জানার চেষ্টা করা হচ্ছে।

এর আগে ময়ূরপঙ্খী বিমানটি বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে জরুরি অবতরণ করে। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজি-১৪৭ নং ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল।

খবর বেড়িয়েছে, দুবাইগামী বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা হয়। বিমানের এক যাত্রী পিস্তল হাতে পাইলটের ককপিটে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পাইলট ও কেবিন ক্রুরা ফ্লাইটটি জরুরিভাবে শাহ আমানতে অবতরণ করান।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর