নিউজিল্যান্ডকে এখনো ভালোবাসেন মুশফিক

মুশফিকুর রহিম

নিউজিল্যান্ডকে এখনো ভালোবাসেন মুশফিক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলায় ৪৯ মুসল্লি নিহত ও অপর ৪৮ জন আহত হন। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। মাত্র পাঁচ-দশ মিনিটের জন্য হতাহতের তালিকায় নাম ওঠেনি বাংলাদেশের ক্রিকেটারদের। সংবাদ সম্মেলনে খানিকটা দেরি হওয়ায় জুমার নামাজের জন্য একটু আগে যাওয়ার ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়নি।

 
আর এতেই বেঁচে যায় বাংলাদেশের ক্রিকেটাররা।

এ ঘটনার পর এরই মধ্যে দল দেশের উদ্দেশে উড়াল দিয়েছে। এমন ভয়ংকর পরিস্থিতিতে পড়েও বাংলাদেশ দল অবশ্য নিউজিল্যান্ড নিয়ে নিজেদের ভাবনায় কোনো পরিবর্তন আনেনি। তাদের চোখে নিউজিল্যান্ড এখনো বিশ্বের অন্যতম সেরা দেশ।

গতকাল রাতে ক্রাইস্টচার্চ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে আসার পথে চীনের বার্তা সংস্থা সিনহুয়া মুশফিকুর রহিমের সঙ্গে কথা বলতে পেরেছে। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিজেদের ভাগ্যবান দাবি করেছেন মুশফিক বলেন,‌ ‌ ‘নিউজিল্যান্ড এখনো বিশ্বের সেরা দেশগুলোর একটি। আমরা এখনো নিউজিল্যান্ডকে ভালোবাসি। ’

এমন একটি হামলা যে হতে পারে, সেটা এখনো অবিশ্বাস্য ঠেকছে মুশফিকের। বলেছেন, ‘আমরা সবাই খুশি যে বেঁচে আছি। ’ 

যাত্রা শুরুর আগে মুশফিক টুইটারে নিজেই ফেরার কথা জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে ঘরে ফিরছি। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর