তালেবান হামলায় আফগানিস্তানে ১৭ পুলিশ নিহত

ছবি সংগৃহীত

তালেবান হামলায় আফগানিস্তানে ১৭ পুলিশ নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে সবশেষ পৃথক তালেবান হামলায় ১৭ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটিতে পৃথক আরেক ঘটনায় এক মর্টার হামলায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের একজন মুখপাত্র নিক মোহাম্মদ নাজারি বলেছেন, শুক্রবার সেখানকার সংঘাতময় আরগঞ্জ খোয়া জেলায় তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

প্রাদেশিক পুলিশ প্রধান গুলাম দাউদ তারাখিল বলেছেন, বৃহস্পতিবার গজনি প্রদেশের দুটি চেকপয়েন্ট লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায় তালেবান জঙ্গি গোষ্ঠী।

ওই হামলায় নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তারাখিল বলেছেন, ওই হামলার পর উভয়পক্ষের মধ্যে কয়েক ঘণ্টার লড়াইয়ে ‘ব্যাপক হতাহতের পর’ তালেবানরা পরাজিত হয়েছে।

উপ-প্রাদেশিক পরিষদের প্রধান আসাদুল্লাহ কাকার বলেছেন, বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাবুল প্রদেশের শিনকে জেলায় তালেবানের হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই তিনটি হামলারই দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার পৃথক আরেক হামলার ঘটনায় পূর্বাঞ্চলীয় লাগমান প্রদেশে একটি বাড়িতে মর্টার আঘাত করলে দুজনের মৃত্যু হয়। সেখানকার গভর্নরের মুখপাত্র আসাদুল্লাহ দাওলাতজাই জানান, ওই হামলায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর