দুর্নীতির গহ্বরে ঝড় তোলার এক নতুন মিশন নিয়ে হাজির হলেন বলিউড অভিনেতা অজয় দেবগন। সঙ্গে আছেন রীতেশ দেশমুখ এবং বাণী কাপুর। ২০১৮ সালের ছবি রেইডের সিক্যুয়েল রেইড-২ বক্স অফিসে দুর্দান্ত শুরু করেছে। স্যাকনিল্কের সর্বশেষ আপডেট অনুযায়ী, মুক্তির দ্বিতীয় দিনে ছবিটির আয় কমেছে। তবে, ভারতে ৩০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করে ফেলেছে রেইড ২ইতিমধ্যেই। রেইড ২ বক্স অফিস প্রতিবেদনে বলা হয়েছে যে, রেইড ২ প্রাথমিক অনুমান অনুসারে দ্বিতীয় দিন, অর্থাৎ শুক্রবারে ১১.৫০ কোটি টাকা সংগ্রহ করেছে। সিনেমাটি প্রথম দিনে ১৯.২৫ কোটি রুপি আয় করে। দুদিন পর ছবিটির সামগ্রিক সংগ্রহ দাঁড়িয়েছে ৩০.৭৫ কোটি। সপ্তাহান্তের শেষে ৫০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে এই সিনেমা বলে ধারণা নেটপাড়ার। শুক্রবার রেইড ২-এ হিন্দি অকুপেন্সি ছিল ১৩.৭৩ শতাংশ। সকালের শোগুলির দখল ছিল ৭.১৩%, যা বিকেলের...
'রেইড-২' ঝড়ে উড়ল কেশরী ২-জাট, কোন সিনেমার আয় কত হলো?

'পুষ্পা ২' ছবির যে দৃশ্য নিয়ে হিমশিম খেতে হয় আল্লুকে
অনলাইন ডেস্ক

২০২৪ সালে নতুন দৃষ্টান্ত গড়েছে দক্ষিণি অভিনেতা আল্লু অর্জুনের সিনেমা পুষ্পা-২: দ্য রুল। মুক্তির প্রথম দিন থেকে বক্স অফিসে আলোড়ন ফেলেছে এই সিনেমাটি। কয়েকটি ভাষায় এ সিনেমা দারুণ ব্যবসা করেছে। এই সিনেমা নিয়ে দর্শকমনে আগ্রহ এখনো তুঙ্গে। তবে পুষ্পা ২ সিনেমার একটি দৃশ্যের শুটিং নিয়ে মুখ খুললেন আল্লু। বেশ সেই দৃশ্যের জন্য বেশ পরিশ্রম করতে হয়েছিল এই অভিনেতাকে। ওয়েব সামিট ২০২৫-এর মঞ্চে এ সিনেমার একটি দৃশ্যের শুটিং নিয়ে আল্লু জানান, সিনেমার কোন দৃশ্যটি নিখুঁতভাবে তুলে ধরার জন্য ৮০ বার টেক নিতে হয়েছিল তাদের। আল্লু বলেন, আপনারা সবাই পুষ্পা ২ সিনেমার ট্রেলারটি নিশ্চয়ই দেখেছেন। ট্রেলারটির মধ্যে পাল্লু শট অর্থাৎ ওড়না নিয়ে যে দৃশ্যটি শ্যুট করা হয়েছিল, সেটি করতে প্রায় ৭০ থেকে ৮০ টেক নিতে হয়েছিল। এই দৃশ্যটি শ্যুট করা শুরু হয় সকাল ৮টা ৩০ মিনিট...
‘ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম’
অনলাইন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী বছরখানেক ধরে রূপালি পর্দা থেকে দূরে রয়েছেন। বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। তার শিগগিরই দেশে ফেরার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন স্বামী ও অভিনেতা ওমর সানি। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেন, মৌসুমী এখনই ফিরছেন না। আমার শাশুড়ির শরীরটা ভালো না, শাশুড়িকে সময় দিচ্ছেন। আমার মেয়ের পড়াশোনা, সে যুক্তরাষ্ট্রে একা থাকবে সেটা হতেই পারে না। তাদের কথা চিন্তা করে মনে হয়েছে মৌসুমীর সেখানে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। সব কিছু মিলিয়ে তার দেশে ফিরতে কিছুটা সময় লাগবে। ২০২৩ সালের অক্টোবরে দেশ ছাড়েন মৌসুমী। এর আগেও যুক্তরাষ্ট্রে গেলেও এত দীর্ঘ সময় সেখানকার অবস্থান এই প্রথম। অভিনয়ে ফেরার সম্ভাবনা নিয়ে ওমর সানি বলেন, তার (মৌসুমী) অভিনয়ে ফেরার ইচ্ছা এখন আর নেই। এখনকার পরিস্থিতি দেখার পর সে...
আমার ব্যক্তিত্ব ও বিশ্বাসকে ভুলভাবে তুলে ধরা হয়েছে: হানিয়া আমির
অনলাইন ডেস্ক

ভারতে কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এ নিয়ে প্রতিদিনই সংবাদমাধ্যমে উঠে আসছে নতুন সব তথ্য। পেহেলগামের সন্ত্রাসী হামলাকে ঘিরে এবার উঠে এলো পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিনেত্রীর একটি পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে। যে পোস্টে হানিয়া আমির দাবি করেছেন- কাশ্মীরে হামলার জন্য পাকিস্তান সেনাবাহিনী দায়ী। শুধু তাই নয়, এ ঘটনায় সাহায্য চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নালিশও জানান তিনি। যেখানে তিনি লিখেছেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ করছি, আমরা পাকিস্তানের সাধারণ মানুষ, আমরা ভারতীয়দের কোনো ক্ষতি করিনি। কিছু জঙ্গি ও পাকিস্তানি সেনা রয়েছে কাশ্মীরের ঘটনার নেপথ্যে, যার জন্য পাকিস্তানের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর