কাশ্মীরের পাহলগামে পর্যটকদের ওপর হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বেড়ে চলা উত্তেজনার জেরে পাকিস্তান ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে এয়ার ইন্ডিয়া এক বছরে প্রায় ৬০০ মিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হতে পারে বলে জানিয়েছে এবং এই ক্ষতির জন্য কেন্দ্রের কাছে অর্থনৈতিক সহায়তা চেয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। খবর টিআরটি গ্লোবালের। গত ২৭ এপ্রিল ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়কে পাঠানো এক চিঠিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকলে অতিরিক্ত জ্বালানি খরচ, দীর্ঘতর যাত্রার সময় ও অতিরিক্ত ক্রু ব্যবস্থার কারণে তাদের বার্ষিক ক্ষতির পরিমাণ ৫৯১ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রভাবিত আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য একটি ভর্তুকি ব্যবস্থা হলো গ্রহণযোগ্য,...
পাকিস্তানের সিদ্ধান্তে ভারতের ৬০০ মিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা
অনলাইন ডেস্ক

ভারতকে সতর্ক করে যা বললো যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক

কাশ্মীরের পাহলগামে ভয়াবহ হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে উঠেছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতকে সতর্ক করে বলেছেন, আমরা চাই না এই সন্ত্রাসী হামলার জবাবে ভারত এমন কিছু করে বসে যা অঞ্চলজুড়ে বড় ধরনের সংঘর্ষ ডেকে আনে। আজ শুক্রবার (২ মে) টিআরটি গ্লোবাল এক প্রতিবেদনে জানায়, ফক্স নিউজের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বায়ার অনুষ্ঠানে এ সতর্কবার্তা দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি পাকিস্তানের উদ্দেশে বলেন, যদি পাকিস্তান এই হামলার সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে তাদের উচিত ভারতের সঙ্গে সহযোগিতা করে এই হামলাকারীদের খুঁজে বের করা এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া। একদিন আগেই পাকিস্তান সেনাবাহিনী পূর্ব সীমান্তে পূর্ণ মাত্রার যুদ্ধ মহড়া চালিয়েছে। রাষ্ট্রায়ত্ত রেডিও পাকিস্তান জানায়, আধুনিক অস্ত্র এবং সামরিক কৌশল...
নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি, পাকিস্তান প্রথমে আক্রমণ করেছে দাবি ভারতের
অনলাইন ডেস্ক

ভারত ও পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর আবারও মুখোমুখি সংঘাতে জড়িয়েছে। বৃহস্পতিবার (১ মে) রাতে টানা অষ্টম দিনের মতো দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তান বিনা উসকানিতে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর সেক্টরে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। এর জবাবে ভারতের সেনারা পাল্টা গুলি ছোড়ে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর থেকেই ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে উঠেছে। এর জের ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারত ও পাকিস্তান দুই দেশই কাশ্মীরকে নিজেদের অঞ্চল বলে দাবি করে। কাশ্মীর নিয়ে দুই দেশের বৈরিতা ঐতিহাসিক। পহেলগাম হামলার পরদিনই ভারত পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করে। এর মধ্যে ছিল ইন্দাস পানি...
গাজায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত
অনলাইন ডেস্ক

দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে কমপক্ষে ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে। গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ২৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (২ মে) সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার দিনজুড়ে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন এবং শুক্রবার ভোরেও ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় আরও প্রাণহানির খবর পাওয়া গেছে বলে চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে। গাজায় আল জাজিরার সংবাদদাতা ইসরায়েলের ৬০ দিনের অবরোধকে বেসামরিক জনগণকে ইচ্ছাকৃতভাবে শ্বাসরোধ করা হিসাবে বর্ণনা করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর