রাজধানীর মোহাম্মদপুরে দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। শুক্রবার (২ মে) ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার (১ মে) মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- খোকন ফরাজি (৪৫), রাব্বি (২৪), আরমান (২৪), রাজু আহমেদ রুমান (২২), খোকন (৪৫), মুন্না মাসুম (২৫), সাদ্দাম (৩০) ও সানি (২৬)। মেহেদী হাসান বলেন, বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে চুরির মামলায় ৩ জন, দ্রুত বিচার আইনে ১ জন, ডিএমপি মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন ও অন্যান্য...
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮
নিজস্ব প্রতিবেদক

অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতার নির্দেশ: রাজউক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক

ঢাকা শহরকে একটি বাসযোগ্য নগরীতে রূপান্তরের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম আজ (২ মে) সকালে উত্তরা আবাসিক এলাকা সরেজমিন পরিদর্শন করেন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকাল ৮টায় শুরু হওয়া এই পরিদর্শন অভিযানে উত্তরার বিভিন্ন সেক্টরবিশেষ করে সেক্টর ৩, ১০ এবং ১২ ঘুরে দেখেন তিনি। পরিদর্শনের সময় রাজউক চেয়ারম্যান প্লটগুলোর বর্তমান অবস্থা সরেজমিনে পর্যালোচনা করেন এবং কোনো প্লট অবৈধভাবে দখলকৃত পাওয়া গেলে তা দ্রুত উদ্ধারের নির্দেশ দেন। তিনি পার্ক ও লেক পরিদর্শনকালে দর্শনার্থীদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেন এবং পার্কে বসার জায়গাগুলোর ব্যবস্থাপনা উন্নত করার পরামর্শ দেন সংশ্লিষ্টদের। এছাড়া নির্মাণাধীন ভবনগুলোর কাজ রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী হচ্ছে...
রাজধানীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক কয়েকজন
অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরায় হোটেল গ্র্যান্ড ইন-এ অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার দিকে চালানো এই অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন হোটেল গ্র্যান্ড ইন-এ অসামাজিক কার্যকলাপ চলছে। এরপর রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পান তারা। আরও পড়ুন গুলশানে মসজিদে বিয়ে, ছয়দিন আগে হবু বরকে ফেসবুকে ব্লক করেছিলেন! ০১ মে, ২০২৫ তিনি আরও বলেন, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে। উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন হোটেল ও গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে।...
শুক্রবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
অনলাইন ডেস্ক

ঢাকা যানজটের শহর। রাজধানী ঢাকার বাসিন্দাদের যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে সপ্তাহে একদিন একেক এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ রাখা হয়। এ বিষয়ে আগে থেকে না জেনে গিয়ে দেখলেন মার্কেট বন্ধ রয়েছে। এমন অবস্থায় মেজাজ ও মন দুটোই খারাপ হওয়া স্বাভাবিক। আসুন জেনে নিই শুক্রবার (১ মে) রাজধানীতে যেসব এলাকার মার্কেট ও দোকানগুলো বন্ধ থাকে। এ ছাড়াও দিনটি যদি হয় সাপ্তাহিক ছুটির। তাহলে অনেকেই চায় পরিবার নিয়ে কোথাও থেকে ঘুরে আসতে। ঢাকার ভিতর কিছু মিউজিয়াম, পার্ক আর বিনোদনকেন্দ্র রয়েছে, যেখানে ভিড় একটু বেশি থাকে। তবে যাওয়ার আগে জেনে নিতে হবে এসব বিনোদনকেন্দ্র খোলা আছে কি না। যেসব মার্কেট বন্ধ: আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর