সুনামগঞ্জে কৃষকদের পাশে বসুন্ধরা শুভসংঘ সুনামগঞ্জ জেলার সদস্যরা। কৃষকদের কষ্ট লাগবে এ উদ্যোগ নিয়েছেন বলে জানান সদস্যরা। মঙ্গলবার (৬ মে) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার পাটান বাড়ি গ্রামে ফসলী মাঠে সদর উপজেলার বাসিন্দা আব্দুল আহাদ এর জমিতে যান বসুন্ধরা গ্রুপের সদস্যরা। এ সময় ধান কাটতে সহযোগিতা এবং কৃষকদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। আজকের এই ব্যাতিক্রমী কার্যক্রমে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘ সুনামগঞ্জ জেলার সভাপতি আহমেদ নাফিস নোমান, সহ-সভাপতি দুর্জয় দত্ত পুরকায়স্থ, সাধারণ সম্পাদক মো: লুৎফুর রহমান লাবিব, সাংগঠনিক সম্পাদক অমি দাস গুপ্ত, সদস্য আবু হামজা, জিহাদ আলম নয়ন, জুবেল আহমেদ, সজিব আহমেদ প্রমুখ। বসুন্ধরা শুভসংঘ সুনামগঞ্জ জেলার সভাপতি আহমেদ নাফিস নোমান জানান, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। যেখানে আমাদের খাবারের প্রধান উৎস ধান...
কৃষকের মুখে হাসি ফোটালো বসুন্ধরা শুভসংঘ সুনামগঞ্জ জেলা শাখা
নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার আয়োজনে সাহিত্য আড্ডা
অনলাইন ডেস্ক

সাহিত্যপ্রেমী পাঠক আর তরুণ লেখকদের সম্মিলনে বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার উদ্যোগে সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। গতকাল ৫ মে ( সোমবার) গ্রীষ্মের পড়ন্ত বিকেলে রোদের তেজ যখন কমতে শুরু করে তখন কলেজ শাখার বন্ধুরাও আসতে শুরু করে সাহিত্য আড্ডায় অংশ নিতে। সবুজ ঘাসের মাদুরে বসে সাহিত্য প্রেমীদের সানন্দ অংশগ্রহণে শুরু হয় আলোচনা। আড্ডায় সাহিত্য প্রেমীদের কাছে জীবন্ত হয়ে উঠে অক্ষরে আঁকা চরিত্রগুলো। চরিত্রগুলো আঁকেন লেখক কিন্তু তাতে প্রাণ দেয় পাঠক নিজের মতো করে। তারা চরিত্রগুলোকে সাজান আপন ভূবনে। আড্ডায় উঠে আসে সাহিত্যের নানাদিক। বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মিথুন লতিফুল ইসলাম শিবলী রচিত আসমান বইটি নিয়ে ছিলো আলোচনা। বইটিতে ২ তরুণের জীবনের অনেক হতাশা, পথভ্রষ্ট হওয়া, স্বাভাবিক জীবন থেকে অনেক দূরে সরে যাওয়ার...
আগামী প্রজন্ম রক্ষায় কিশোর গ্যাংয়ের লাগাম টানতে হবে
জাহিদ পাটোয়ারী, কুমিল্লা

কিশোর গ্যাংয়ের পাল্লায় পড়ে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে ক্রমেই জড়িয়ে পড়ছে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোররা। এতে প্রতিনিয়ত ভঙ্গ হচ্ছে হাজারও মা-বাবা স্বপ্ন। এই গ্যাংয়ের এক একজন সদস্য হিংস্র, নৃশংস ও বিভীষিকাপূর্ণরূপে দেখা দিচ্ছে। এর থেকে বাঁচতে হলে প্রতিটি ছাত্রের পাশাপাশি তাদের অভিভাবকদের সচেতন হতে হবে। আগামী প্রজন্মকে রক্ষার লক্ষ্যে এখনই গ্যাংয়ের লাগাম টেনে ধরা দরকার। তা না হলে ভবিষ্যতে এটি খুব ভয়াবহ রূপ নিতে পারে। আজ সোমবার (৫ মে) দুপুরে বসুন্ধরা শুভসংঘ কুমিল্লা জেলা কর্তৃক কুমিল্লা কমার্স কলেজ মিলনায়তনে কিশোর গ্যাং সমস্যায় করণীয় ও প্রতিকারের উপায় শীর্ষক এক সেমিনারে বক্তরা এসব কথা বলেন। বক্তরা আরও বলেন, স্কুল ও কলেজ কর্তৃপক্ষ ও ধর্মীয় প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে। কমিউনিটিতে সুস্থ বিনোদনও এ...
ভেজাল খাদ্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরে শেরপুরে বসুন্ধরা শুভসংঘের পথসভা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ সোমবার (৫ মে) বেলা বারোটায় শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ শেরপুর প্রেসক্লাবের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্বপাশে ওই কর্মসূচি পালন করা হয়। এতে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারীর সভাপতিত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ। তিনি ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, প্রত্যেক নাগরিকের জন্য মানসম্মত খাদ্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এটি তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার। কিন্তু তা আজও তা বাস্তবায়ন করা সম্ভব...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর