পঞ্চগড়ে বহুল আলোচিত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিন হত্যার ঘটনায় আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (০৬ মে) বিকেলে পঞ্চগড় সদর থানা পুলিশকে মামলাটি তদন্ত সাপেক্ষে এজাহার হিসেবে গণ্য করার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ( ৫ মে) পঞ্চগড় চিফ জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আমলি আদালত-১) আরেফিনের স্ত্রী শিরিন আক্তার বাদি হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল ওহাব মামলাটির বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আর্জি ও আইনজীবী সূত্রে জানা যায় এই মামলায় ১৫৪ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে প্রধান আসামি হচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় ১ ও ২ আসনের সাবেক তিন সংসদ সদস্য এডভোকেট নূরুল ইসলাম সুজন, নাঈমুজ্জামান মুক্তা, মজাহারুল হক প্রধান, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, তৎকালীন জেলা...
পঞ্চগড়ে সাবেক ৩ এমপিসহ ডিসি-এসপির বিরুদ্ধে হত্যা মামলা
পঞ্চগড় প্রতিনিধি

সমালোচনার মুখে সাংবাদিককে সাজা দেওয়া সেই ইউএনওকে বদলি
অনলাইন ডেস্ক

সাতক্ষীরার তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলকে রংপুর বিভাগে বদলি করা হয়েছে। সোমবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত স্মারকে এ আদেশ কার্যকর করা হয়। সম্প্রতি সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ইউএনও শেখ রাসেল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তাকে নতুন কর্মস্থলে বদলির প্রজ্ঞাপন জারি হয়। বদলির পর তিনি সংশ্লিষ্ট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় ক্ষমতা প্রদান করা হয়েছে। ঘটনার পটভূমিতে জানা যায়, ২২ এপ্রিল তালা উপজেলা পরিষদ কমপ্লেক্সের প্রায় ১১ কোটি টাকার একটি...
পাবনায় বজ্রপাতে মেহগনিগাছের যে দশা
নিজস্ব প্রতিবেদক

বজ্রপাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি মেহগনিগাছ ফেটে চিরে গেছে। আজ মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনের একটি গাছে এই বজ্রপাত হয়। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা বলেন, আকাশে কালো মেঘ ও বাতাস বইছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে বজ্রপাতেরও শব্দ শোনা যাচ্ছিল। আমরা পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে অবস্থান করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। বৃষ্টি থামলে দেখি বিশাল আকৃতির একটি মেহগনিগাছ ওপর থেকে নিচে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে কারও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি জানাজানি হলে অনেকেই দেখতে আসছেন। কেউবা ক্যামেরাবন্দী করছেন। প্রত্যক্ষদর্শী এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌফিক ইমাম বলেন, হালকা বৃষ্টির সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়।...
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা: দুই চিকিৎসকের সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য
অনলাইন ডেস্ক

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সপ্তম দিনে দুইজনের সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও আদালতে হাজির না হওয়ায় আগামীকাল বুধবার পুনরায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। আজ মঙ্গলবার (৬ মে) সকালে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ আদেশ দেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. মনিরুল ইসলাম মুকুল জানান, সাক্ষী হিসেবে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের দুই চিকিৎসক উপস্থিত থাকার কথা থাকলেও পারিবারিক সমস্যার কারণে আসতে পারেনি। তাই আদালত আগামীকাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এর আগে, সকালে আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা সদরের নান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায় শিশু আছিয়া। সেখানে বোনের শ্বশুর হিটু শেখ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর