বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে আরও আগেই হাঁটা শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস। এবার বাবার মতো পর্তুগালের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন রোনালদোর ছেলে। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস। ১৪ বছর বয়সী ডস সান্তোস এখন সৌদি আরবের ক্লাব আল-নাসরের যুব দলে খেলছেন। যে ক্লাবটির সিনিয়র দলে খেলছেন রোনালদো। এর আগে রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের যুব দলে খেলেছেন সান্তোস। জানা গেছে, পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল ক্রোয়েশিয়ায় ভ্লাতকো মার্কোভিচ যুব টুর্নামেন্টের সপ্তম সংস্করণে অংশ নেবে। আগামী ১৩ থেকে ১৮ মে হবে এ টুর্নামেন্টে। টুর্নামেন্টে রোনালদো জুনিয়রের দল খেলবে জাপান, গ্রিস ও ইংল্যান্ডের বিপক্ষে। ১৩ মে জাপানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল। ১৪ মে গ্রিস ও ১৬ মে...
পর্তুগালের বয়সভিত্তিক দলে স্থান হলো ক্রিস্টিয়ানো জুনিয়রের
অনলাইন ডেস্ক

রোনালদোর ছেলে ডাক পেলেন পর্তুগালের দলে
অনলাইন ডেস্ক

বিশ্ব ফুটবলে বর্তমান সময়ে অন্যতম সেরা ফুটবল তারকা হলেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। এবার বাবার পথেই হাঁটছে রোনালদোর ছেলে। প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে ডাক পেলেন ক্রিস্টিয়ানো জুনিয়র। আগামী জুনে ১৫ বছর পূর্ণ হবে রোনালদোর ছেলে। তার আগেই দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করার সুযোগ পেল ফুটবল জুনিয়র রোনালদো। চলতি মাসের ১৩ থেকে ১৫মে ক্রোয়েশিয়ায় হতে যাওয়া ভ্লাতকো মারকোভিচ ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগালের কোচ জোয়াও সান্তোস। সেই দলে জায়গা করে নিলেন ১৪ বছর বয়সী এই স্ট্রাইকার। রোনালদো যখন সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে মাঠ কাঁপাচ্ছিলেন, তখন ক্লাবটির বয়স ভিত্তিক দলের হয়ে নিজের প্রতিভার জানান দিচ্ছিলেন ক্রিস্টিয়ানো জুনিয়র। তার পারফরম্যান্স দেখে কোচ সান্তোসের মন কাড়ে। তাই পর্তুগালের...
চ্যাম্পিয়ন হলেও কেন ক্লাব বিশ্বকাপে খেলতে পারবে না বার্সা ও আর্সেনাল
অনলাইন ডেস্ক

২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে ইউরোপসেরা দল না থাকায় প্রশ্নের মুখে পড়েছে ফিফা। কারণ চলমান চ্যাম্পিয়নস লিগে যদি বার্সেলোনা বা আর্সেনাল শিরোপা জিতে নেয়, তবুও তারা খেলতে পারবে না ক্লাব বিশ্বকাপে। এমন পরিস্থিতি ফুটবলপ্রেমীদের যেমন ভাবাচ্ছে, তেমনি ফিফার জন্যও এটি হয়ে উঠেছে বিব্রতকর। চ্যাম্পিয়নস লিগ ২০২৪ সালের ফাইনাল ৩১ মে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত হবে। এর মাত্র দুই সপ্তাহ পর, ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে ফিফার নতুন সংস্করণের ক্লাব বিশ্বকাপ। ক্লাব বিশ্বকাপের জন্য ইতোমধ্যে নির্ধারিত হয়েছে অংশগ্রহণকারী ৩২টি ক্লাবের নাম, যেখানে ইউরোপ থেকে সুযোগ পেয়েছে ১২টি দল। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে যেসব ক্লাব ইউরোপের শীর্ষ প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগ জিতেছে, তাদের ক্লাব বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত। সেই...
বার্সার ইন্টার পরীক্ষা, মিলানের দুর্গ জয়ের অপেক্ষায় কাতালানরা
অনলাইন ডেস্ক

ইন্টার মিলানের বিপক্ষে আজ মাঠে নামবে বার্সেলোনা। এই সেমিফাইনালের বাধা উতরে কে ফাইনালে উঠবে তা দেখার জন্য মুখিয়ে আছে ফুটবলপ্রেমীরা। কাগজে-কলমে ফেবারিট কাতালানরা। যদিও সেমিফাইনালের দ্বিতীয় লেগ তাদের খেলতে হবে ইন্টার মিলানের মাঠ স্যানসিরোয়, যেখানে টানা ১৫ ম্যাচ অপরাজিত স্বাগতিকেরা। পরিসংখ্যান দেখাচ্ছে, আশির (১৯৮০) দশকের পর এটিই ইউরোপীয় প্রতিযোগিতায় কোনো দলের ঘরের মাঠে অজেয় থাকার দীর্ঘতম রেকর্ড। সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ এই স্যান সিরো দুর্গই ইন্টার মিলানের বড় প্রেরণা। ২০২২ সালের সেপ্টেম্বরের পর যে দুর্গে ১৫ ম্যাচের ১৩টিতে জিতেছে ইন্টার, ড্র করেছে ৩টিতে। এই দুর্গ জয়ের জন্য যেমন আক্রমণভাগ হওয়ার দরকার, বার্সেলোনার আক্রমণভাগ ঠিক তেমন। দুর্দান্ত ফর্মে রয়েছেন রাফিনিয়া ও লামিনে ইয়ামাল। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রাফিনিয়ার নামের পাশে ৩১...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর