ময়মনসিংহের দেড়শত বছরের পুরোনো পদ্মপুকুর রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করলো বসুন্ধরা শুভসংঘ। গতকাল মঙ্গলবার বিকেলে পদ্মপুকুর পাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। (পুকুরটি নগরীতে পচা পুকুর নামে পরিচিত)। মানববন্ধনে পুকুরটি খনন, সংস্কার ও দূষণ মুক্ত করার দাবি জানানো হয়। শুভসংঘের সদস্যরা ছাড়াও নগরীর বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও বিশিষ্টজনেরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কালের কন্ঠের ময়মনসিংহের সাংবাদিক নিয়ামুল কবীর সজল। তিনি বলেন দেড়শত পুরোনো এ পুকুরটি দিনে দিনে দূষিত হয়ে যাচ্ছে। আশেপাশের নাগরিকরা এখানে ময়লা আবর্জনা,পলিথিন ফেলছেন। অথচ এ এলাকাতে এখন আর কোনো পুকুরই নেই। স্থানীয় বাসিন্দা এবং শিক্ষক মনিরা বেগম অনু বলেন, পুকুরটির পাড় দিয়ে দুর্গন্ধের জন্য হাটা যায় না। তিনি এমন আয়োজনের জন্য শুভসংঘকে...
ময়মনসিংহে পদ্মপুকুর রক্ষায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মানববন্ধন
ময়মনসিংহ প্রতিনিধি

ভোলায় শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের শিক্ষা সামগ্রী বিতরণ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

দ্বীপজেলা ভোলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৪ মে) সকালে ভোলা সদর উপজেলার ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার উদ্যোগে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ভোলা সদর উপজেলা শাখার সহ-সভাপতি এবং ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরাফত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মহিউদ্দিন মাসুদ, মো. শরীফ আল মামুন, মোহাম্মদ আব্দুর রহমান, ফারহানা রশিদ, বাদল চন্দ্র দে। এসময় বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, পেন্সিল, স্কেল,...
জলঢাকায় শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
আসাদুজ্জামান স্টালিন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতায় আলোচনা সভা ও সাবান বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের চারআনি গ্রামে বসুন্ধরা শুভসংঘ জলঢাকা উপজেলা শাখার আয়োজনে বসুন্ধরা শুভসংঘ স্কুলে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা বসুন্ধরা শুভসংঘ ভারপ্রাপ্ত সভাপতি ও জলঢাকা সরকারী ডিগ্রী কলেজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল মামুন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম সাজ্জাদুজামান।এসময় সাজ্জাদুজামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো মানুষ হতে পড়ালেখার যেমন প্রয়োজন। তেমনি নিজেকে সুস্থ রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতা বড় প্রয়োজন। যারা অপরিচ্ছন্ন থাকে তারা নানান রোগে ভোগে। কেউ অসুস্থ...
রাজবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
অনলাইন ডেস্ক

শুভ কাজে সবার পাশে-এই স্লোগান নিয়ে বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সাত শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই করা ৪০ জন ছাত্রী চিত্রাঙ্কনে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সেরা ১০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আশরাফ হোসেন খান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার প্রধান উপদেষ্টা ও রাজবাড়ী সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক কবি সালাম তাসির। এছাড়াও বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর