বন্ধুত্ব কিংবা পেশার খাতিরে হোক ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ-সংঘর্ষ চললেও প্রেম কিন্তু সীমান্ত মানেনি। বহুবার ভারতীয় নারীদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। কোনো সম্পর্ক ইতি টেনেছে। আবার কেউ কেউ সুখে-শান্তিতে সংসারও করেছেন। শোনা গেছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী রেখা। এমনকি এক সংবাদপত্রে তাদের বিয়ে নিয়েও আলোচনাও শুরু হয়েছিল। এছাড়া জনশ্রুতি, রেখার বাড়িতেও নাকি ইমরানকে যেতে দেখা গিয়েছিল। রেখা ও ইমরান যে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, তা নিয়ে বলিউডে ব্যাপক আলোচনা হয়েছিল সেই সময়। শুধু রেখা নন, বলিউডের আরো দুই অভিনেত্রীর সঙ্গেও নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ইমরান। শোনা যায়, অভিনেত্রী শাবানা আজমির সঙ্গেও নাম জড়িয়েছিল ইমরানের। যদিও এই প্রসঙ্গে দুজনের...
ভারতীয় নারীদের প্রেমে মজেছিলেন যে পাকিস্তানি ক্রিকেটাররা
অনলাইন ডেস্ক

আপত্তির মুখে বুবলীর সিনেমার নাম পরিবর্তন

আপত্তির মুখে রোশান ও বুবলী অভিনীত পুলসিরাত সিনেমার নাম পরিবর্তন করতে হয়েছে। এ সিনেমার নতুন নাম রাখা হয়েছে সরদার বাড়ির খেলা। চিত্রনায়ক রোশান বলেন, পুলসিরাত ইসলামিক নাম বলে এটি পরিবর্তন করতে বলা হয়েছে। সিনেমাটি ২০২২-২৩ অর্থ বছর পুলসিরাত নামেই সরকারি অনুদান পেয়েছিল। পরবর্তীতে যখন প্রিভিউ কমিটিতে জমা দেয়া হয়, তখন নাম পরিবর্তন করতে বলা হয়। এমনটাই জানিয়ে পরিচালক রাখাল সবুজ বলেন, পুলসিরাত নামের সঙ্গে ইসলামিক নামের সামঞ্জস্য রয়েছে এ কারণে নাম পরিবর্তন করতে হয়েছে। কিন্তু যখন অনুদান পেয়েছি, তখন এই নামই ছিল। পরিচালক বলেন, গল্পে ইসলামিক কিছু নেই। তবুও মিনিস্ট্রির কথা রাখতে হয়েছে যেহেতু অনুদানের ছবি। দুই সপ্তাহ আগে সার্টিফিকেশন বোর্ড সরদার বাড়ির খেলা নামে সেন্সর দিয়েছে। নাম পরিবর্তন হওয়ায় মুক্তির পর কিছুটা প্রভাব পড়তে পারে। কারণ এই নামেই এতোদিন...
দুর্ঘটনায় প্রথম প্রেমিককে হারান, আবেগঘন প্রীতি যা বললেন
অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। তবে বেশ লম্বা সময় ধরে অভিনয় থেকে দূরে তিনি। মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রায়ই ভক্তদের সঙ্গে আড্ডা দেন প্রীতি। অনুরাগীদের নানা প্রশ্নের জবাব দিতে দেখা যায়। কয়েকদিন আগে এমন এক সেশনে এক ভক্ত লেখেন, ম্যাম, আমি আপনার কাল হো না হো সিনেমা যতবার দেখি, ততবার শিশুর মতো কাঁদতে থাকি। আপনি ন্যায়না ক্যাথরিন কাপুর চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। এ থেকে শিক্ষা পাওয়া যায়, ভালোবাসাকে কখনো কখনো দূরেও যেতে দিতে হয়। এর উত্তরে প্রীতি জিনতা লেখেন, হ্যাঁ, আমিও যখন এটা দেখি তখন কেঁদে ফেলি। আমরা শুটিংয়ের সময়ও কেঁদেছি। আমার প্রথম ভালোবাসা (প্রেমিক) গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে। তাই এই সিনেমা আমাকে সবসময় অন্যভাবে আঘাত করে। এই সিনেমার বেশির ভাগ দৃশ্যেই সব অভিনেতা-অভিনেত্রী স্বাভাবিকভাবেই কেঁদেছেন। আর আমানের মৃত্যুর দৃশ্যের শুটিংয়ের সময়ে...
মালাইকার সঙ্গী হচ্ছেন ইয়াশ রোহান
অনলাইন ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার মিষ্টি হাসি হাজারো ভক্তের হৃদয়ে দোলা দেয়। হুবহু মেহজাবীনের মতো দেখতে তার ছোট বোন মালাইকা। তিনিও টুকটাক মডেলিং করেন। নাটকেও পা রেখেছেন সম্প্রতি। অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে প্রথম নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হন মালাইকা। আবারও যুক্ত হলেন নতুন একটি কাজে। এবার অভিনয় করছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে। ইতিমধ্যে শেষ করেছেন ক্ষতিপূরণ নামে একটি ইউটিউব ফিল্মের শুটিং। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সংবাদ মাধ্যমে মালাইকা চৌধুরী বলেন, এটা ইউটিউবের জন্য নির্মিত একটা ফিল্ম। অনেক দিন পর আবারও অভিনয় করলাম। ঢাকা ও ঢাকার বাহিরে মিলিয়ে প্রায় ৬ দিনের মতো শুটিং করেছি। ভালোই লেগেছে শুটিং করতে। এটা আমার অভিনয় করা দ্বিতীয় প্রজেক্ট। এখানে আমার জুটি ইয়াশ রোহান ভাইয়া।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর