বাগেরহাটের শরণখোলা উপজেলায় তালগাছ থেকে পড়ে মো. আবুল হাসান (৩৫) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে তালগাছে উঠার সময় পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়। নিহত আবুল হাসান উপজেলার রায়েন্দা ইউনিয়নের মালিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় শাহী জামে মসজিদের ইমাম ছিলেন। রায়েন্দা ইউপির সাবেক সদস্য এইচ এম টিপু সুলতান জানান, সোমবার দুপুরে আবুল হাসানের ছোট মেয়ে তালশাঁস খাওয়ার আবদার করলে তিনি মেয়ের অনুরোধ রাখতে বাড়ির বিশাল একটি তালগাছে ওঠেন। এসময় পা ফসকে নিচে পড়ে যান তিনি। পড়ে গিয়ে তার বাম হাত ও মেরুদণ্ড ভেঙে কয়েক টুকরো হয়ে যায়। প্রথমে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে...
তালগাছ থেকে পড়ে ইমামের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি

ক্যান্সারে আক্রান্ত মমতা বেগমের পাশে দাঁড়ালেন যুক্তরাজ্যের বিএনপি নেতা

দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত গাজীপুরের কোনাবাড়ি এলাকার বাসিন্দা মমতা বেগমের চিকিৎসা ও পরিবারের খরচ বহনের দায়িত্ব নিয়েছেন যুক্তরাজ্য বিএনপির বেটার ঢাকা ফোরামের সভাপতি গোলাম সাব্বির আলী পারভেজ। গাজীপুরের কোনাবাড়ি এলাকার ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মৃত শাহজাহান মিয়ার স্ত্রী মমতা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকায় চিকিৎসা চালিয়ে যাওয়া দুঃসাধ্য হয়ে পড়েছিল। সংসারে রয়েছে তিন সন্তানসহ মমতা বেগম। মায়ের চিকিৎসার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্যের আবেদন জানান মমতা বেগমের ছোট ছেলে ও ছাত্রদল কর্মী মোহাম্মদ ইমরান খান। তার এ আবেদনে সাড়া দিয়ে যুক্তরাজ্য বিএনপির বেটার ঢাকা ফোরামের সভাপতি গোলাম সাব্বির আলী পারভেজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সহায়তার হাত বাড়িয়ে দেন।...
বিএনপি নেতার হামলায় নিহত ১, আহত ৪
অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা এবং আরও অন্তত ৪ জনকে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। সোমবার (২০ মে) ভোরে উপজেলার মামুদ নগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল জব্বার (৬০)। তিনি সুদামপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। অভিযুক্ত বিএনপি নেতা মো. বাদশা মিয়া উপজেলার বিএনপির তাঁতী, মৎস্যজীবী ও উপ-জাতি বিষয়ক সম্পাদক এবং মামুদ নগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাচাতো ভাই বাদশা মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধে ছিলেন আব্দুল জব্বার। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং বর্তমানে একটি মামলা চলমান। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই বাদশা মিয়া দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখলের চেষ্টা শুরু করেন বলে অভিযোগ স্বজনদের।...
যমুনায় তীব্র ভাঙন শুরু, আতঙ্কে নদীপাড়ের মানুষ
টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে পানি বাড়ছে। সেই সাথে অসময়ে শুরু হয়েছে নদীর পাড় ভাঙন। গত বছর নদী ভাঙনের পর যেটুকু ভূমি ছিল সেটুকুও এবার ভাঙনের আশঙ্কায় চরম হতাশার দিন পার করছেন নদীপাড়ের শতশত ভাঙন কবলিত মানুষ। ইতোমধ্যে কিছু কিছু এলাকায় ভাঙন শুরু হয়ে গেছে। সরেজমিনে উপজেলার জিগাতলা এলাকা ঘুরে দেখা যায়, জিগাতলা গ্রামের প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে ফসলি জমি নদী গর্ভে বিলীন হওয়ার পথে। সেখানে এবার স্থানীয়রা ভুট্টা, তিল, বাদাম, বোরো ধান ও পাটসহ অন্যান্য ফসল চাষাবাদ করেছিল। এছাড়াও রামপুর, গোপিনাথপুর, বাসুদেবকোল এলাকাতেও একই চিত্র দেখা যায়। গত বছরের মত এবারও উপজেলার চিতুলিয়াপাড়া, ভালকুটিয়া, কষ্টাপাড়া ও মাটিকাটা, পাটিতাপাড়া, কোনাবাড়িসহ কয়েকটি এলাকায় ভাঙনের শঙ্কা রয়েছে। এতে দিশেহারা হয়ে পড়ছেন নদীপাড়ের মানুষ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর