বাল্যবিয়ের দু’মাসের মাথায় স্বামী-স্ত্রীর ‘আত্মহত্যা’

আত্মহত্যা

বাল্যবিয়ের দু’মাসের মাথায় স্বামী-স্ত্রীর ‘আত্মহত্যা’

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে প্রেম করে বাল্যবিয়ের দুই মাসের মাথায় দাম্পত্য কলহের জেরে এক দম্পতি ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে তাদের হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বলে নিশ্চিত করেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম।

নিহতরা হলেন- গোপিনাথপুর গ্রামের কৃষক রেজাউল ইসলামের ছেলে আবু হাসান (১৯) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (১৬)।  

স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু জানান, দুই মাস আগে রাজশাহীর পুঠিয়ার শফিকুল ইসলামের মেয়ে স্বপ্নার সঙ্গে গুরুদাসপুরের গোপিনাথপুর গ্রামের আবু হাসানের প্রেমের সম্পর্কের পর বাল্যবিয়ে হয়।

কিন্তু মাঝে মধ্যেই তাদের মধ্যে মান অভিমান চলতো। এক পর্যায়ে শনিবার ভোরে তারা এক সঙ্গে ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। শনিবার ভোরে নাটোর সদর হাসপাতালে স্বপ্না ও আবু হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ওসি মোজাহারুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ও মান অভিমানের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর