স্ত্রীর জ্বালায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে স্বামীর আত্মহত্যা

স্ত্রীর জ্বালায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে স্বামীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক

স্ত্রী ও শ্বশুরবাড়ির মানুষের দেওয়া মানসিক নির্যাতন এবং অত্যাচার সহ্য করতে না পেরে রেললাইনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। ওই যুবকরে নাম রাহুল ঘোষ।

ভারতের মালদহ জেলার বুড়াবুড়িতলা এলাকার এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রাহুল ঘোষের সঙ্গে দেড় বছর আগে চার্চপল্লী এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা সরকারের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই প্রিয়াঙ্কা ও তার বাড়ির লোকেরা কারণে-অকারণে রাহুলের ওপর মানসিক নির্যাতন করত। খেতে না দেওয়া, মারধর করা; এ রকম নানাভাবে দিনের পর দিন রাহুলের ওপর নির্যাতন চালানো হয়।

এরপরই সেই নির্যাতন সহ্য করতে না পেরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলেই অভিযোগ দায়ের হয়েছে সংশ্লিষ্ট থানায়।

পুলিশ জানায়, আত্মহত্যা করার আগে ওই যুবক সোশ্যাল মিডিয়ায় স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে একটি মেসেজ পোস্ট করেন এবং তার পরেই আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।

এ ঘটনার পর থেকে পালিয়েছেন রাহুলের স্ত্রীসহ আরো চারজন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)