সাফ অনুর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

সাফ অনুর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা। ২০১৭ সালের পর তাই আরও একবার শিরোপার হাতছানি বাংলাদেশের সামনে। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের ফাইনালে উঠলো লাল সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় বাংলাদেশ।

  ১২ মিনেটে শাহেদা আক্তার রিপার গোলে এগিয়ে যায় মেয়েরা। মাঝমাঠ থেকে একাই  নেপালের তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন রিপা। আর ২৫ মিনিটে নেপাল বাংলাদেশকে পেনাল্টি উপহার দিলে স্পট কিক থেকে অধিনায়ক শামসুন্নাহার গোল করে ব্যবধান বাড়িয়ে নেন। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে আমিশা কারকি বক্সের বাইরে থেকে হাফ ভলিতে দারুণ এক গোল করে নেপালের হয়ে ব্যবধান কমান।
তবে নির্ধারিত সময় শেষে এই এক গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় নেপালকে। ১৫ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ।